US Election: আমেরিকার প্রেসিডেন্ট কে হচ্ছেন কমলা না ট্রাম্প? ভাইরাল জলহস্তীর ভবিষ্যদ্বাণী!
Donald Trump Or Kamala Harris: রিপাবলিকানের ডোনাল্ড ট্রাম্প বনাম ডেমোক্র্যাটের কমলা হ্যারিস। শেষ হাসি কে হাসবে সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে ভোটের মুখে ভাইরাল পিগমি মু ডেং-এর ভবিষ্যৎবাণী।
নয়া দিল্লি: সম্প্রতি ভাইরাল হয়েছিল জলহস্তী শাবক মু ডেং। তার এক এক রকমের কীর্তিকলাপের ভিডিও তাকে ভাইরাল করেছিল সোশাল মিডিয়ায়। তবে তার কীর্তি আরও তাক লাগানো। এবার সে ভবিষ্যদ্বাণী করেছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে।
ভারতীয় সময় মঙ্গলবার সন্ধে, স্থানীয় সময় সকাল ৫টায় প্রেসিডেন্ট নির্বাচন শুরু হবে আমেরিকায়। রিপাবলিকানের ডোনাল্ড ট্রাম্প বনাম ডেমোক্র্যাটের কমলা হ্যারিস। শেষ হাসি কে হাসবে সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে ভোটের মুখে ভাইরাল পিগমি মু ডেং-এর ভবিষ্যৎবাণী।
বর্তমানে সোশাল মিডিয়ার জনপ্রিয় তারকা হয়ে উঠেছে কয়েক মাস আগে জন্ম নেয়া পিগমি হিপ্পো মু ডেং। আঙুর খাওয়া থেকে শুরু করে, মেঝেতে গড়াগড়ি কিংবা থাইল্যান্ডের তীব্র রোদে জলে ডুব দেওয়া, তার সব দৈনন্দিন কাজ দেখার জন্য বসে থাকে নেটিজেনরা। এই ধরনের পিগমি হিপ্পো প্রজাতির দিক থেকেও বেশ বিরল।
আরও পড়ুন, 'এবার থেকে আর খাব না', সোনপাপড়ি বানানোর ভাইরাল ভিডিও দেখে কেন এই প্রতিক্রিয়া নেটিজেনদের?
Moo Deng, famous baby hippo, predicts Donald Trump will win the election. pic.twitter.com/UqUnRhU0Nr
— The Rabbit Hole (@TheRabbitHole84) November 4, 2024
তবে এবার সে মার্কিন মুলুকে প্রেসিডেন্ট পদে কে বসতে চলেছে তা নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছে। থাইল্যান্ডের খাই খেও চিড়িয়াখানায় মু ডেং-এর দিকে দুটি ফল এগিয়ে দেওয়া হয়েছিল। কার নাম লেখা তরমুজ খায় সে সেদিকে নজর ছিল সকলেরই। দুটি ফলে স্থানীয় ভাষায় লেখা ছিল কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের নাম।
ভিডিওতে দেখা গিয়েছে মু ডেং দুটি তরমুজের মধ্যে ট্রাম্পের নাম লেখা তরমুজই বেছে নিয়েছে। সেই তরমুজটিই খেতে দেখা যায় তাকে। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে