Viral Video: স্যান্ডুইচের মধ্যে থেকে বেরিয়ে এল জ্যান্ত কৃমি ! বিমান সংস্থার বিরুদ্ধে ক্ষোভ মহিলা যাত্রীর
Indigo Flight: সম্প্রতি সমাজমাধ্যম জুড়ে ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা যায়, দিল্লি-মুম্বইগামী বিমানের মধ্যে এক যাত্রীর স্যান্ডুইচের মধ্যে পাওয়া যায় জীবন্ত পোকা। এমন খাবার পেয়ে কী করলেন মহিলা যাত্রী?
Flight Meal: খাবার খেতে গিয়ে যদি দেখেন তার মধ্যে নড়াচড়া করছে একটা জ্যান্ত পোকা (Live Worm), সে খাবার খেতে পারবেন? স্বাভাবিকভাবেই সেই খাবার আপনার পক্ষে কেন কারও পক্ষেই খাওয়া সম্ভব নয়। আর এটা যদি ভেবে দেখেন যে অজান্তে যদি কেউ সেই খাবার খেয়েও নিতেন, কী কী ক্ষতি হতে পারত তাঁর! আর এ ব্যাপারে সম্প্রতি সরব হয়েছেন এক পুষ্টিবিশেষজ্ঞ খুশবু গুপ্তা। ইন্ডিগো বিমানের (Indigo Flight) খাবারে জ্যান্ত পোকা পাওয়ার অভিযোগ করে একটি ভিডিয়ো তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেন আর তাতেই শোরগোল শুরু হয় নেটপাড়ায়।
কী ঘটেছিল?
সম্প্রতি সমাজমাধ্যম জুড়ে ভাইরাল হওয়া এক ভিডিয়োতে (Viral Video) দেখা যায়, দিল্লি-মুম্বইগামী বিমানের মধ্যে এক যাত্রীর স্যান্ডুইচের মধ্যে পাওয়া যায় জীবন্ত পোকা। সেই মহিলা যাত্রী মূলত নিরামিষ খান আর তাই ঐ খাবার তিনিই অর্ডার করেছিলেন। খেতে গিয়ে স্যান্ডুইচে একবার কামড় দিতেই দেখা যায় তার ভিতরে নড়াচড়া করতে জ্যান্ত একটা কৃমি! এই ঘটনার পর ইনস্টাগ্রামে বিষয়টি তিনি বেশ কিছু সংস্থার নজরে আনেন। কিছুক্ষণের মধ্যেই ইন্ডিগো সেই মহিলা যাত্রীর কাছে বিষয়টির জন্য ক্ষমা চেয়ে নেন।
কী লেখেন সেই মহিলা যাত্রী?
শনিবার মহিলা যাত্রী খুশবু গুপ্তা নিজের ইনস্টাগ্রামে এই ঘটনার পর একটি বিস্তৃত ক্যাপশন লেখেন, 'আমি ইমেলের মাধ্যমে দ্রুত একটা অভিযোগ জানাব। কিন্তু একজন জনস্বাস্থ্যবিদ হিসাবে আমি বলতে চাই যে স্যান্ডউইচের গুণগত মান ভালো নেই বলে আগাম বলা সত্ত্বেও তিনি সেই স্যান্ডউইচ অন্যান্য যাত্রীদের দেওয়া হয়। ওই বিমানযাত্রীদের মধ্যে বাচ্চা, বয়স্ক মানুষরাও ছিলেন। তাঁদের সংক্রমণ হলে কী হবে!' তবে একইসঙ্গে খুশবু জানিয়েছেন, 'সচেতন করার জন্য আমি এটা করলাম। এর সঙ্গে কোনও ক্ষতিপূরণ বা রিফান্ডের কোনও ব্যাপার নেই। শুধু একটা বিষয় নিশ্চিত করুন যে যাত্রীদের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারগুলি ঠিকঠাক রাখা এটা আপনাদের অগ্রাধিকারের ভিত্তিতে করা দরকার।'
ইন্ডিগো কী জানিয়েছে?
খুশবু গুপ্তার এই পোস্টের প্রসঙ্গেই ক্ষমা চেয়ে ইন্ডিগো কর্তৃপক্ষ (Indigo Flight) জানায় যে এই বিষয়ে তদন্ত চলছে এবং পুঙ্খানুপুঙ্খভাবে তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের ক্যাটারিং বিভাগ কীভাবে এই গাফিলতি করল তা দেখা হবে এবং তাঁদের পক্ষ থেকে ফের একবার যাত্রীদের সুরক্ষার দিকটি ভেবে দেখা হবে বলে জানানো হয়। একইসঙ্গে ইন্ডিগো কর্তৃপক্ষ এই অসুবিধের জন্য সমস্ত যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নেন।
আরও পড়ুন: Viral News:১২ ফুট লম্বা, ওজনে ৬০০ কিলোগ্রাম! ফ্লরিডায় শপিং মল 'দর্শনে' এল দৈত্য়াকার কুমির