Viral Video: ট্রেনের দরজায় ঝুলে সাংঘাতিক 'স্টান্ট', এই অছিলায় প্ল্যাটফর্মের মহিলার সঙ্গে অশালীন আচরণ যুবকের
Viral News: ভাইরাল হওয়া ইনস্টাগ্রামের এই ভিডিও একটু খুঁটিয়ে দেখলেই বুঝবেন স্টান্টের আড়ালে কী সাংঘাতিক ন্যাক্কারজনক কাজ করছিলেন ওই যুবক।

Viral Video: সোশ্যাল মিডিয়ায় ভিউ এবং ফলোয়ার বাড়ানোর জন্য আজকাল অনেকেই সাংঘাতিক সব স্টান্টের ভিডিও পোস্ট করেন। এর জেরে দুর্ঘটনাও ঘটে অনেক। তার মধ্যে বেশ কিছু দুর্ঘটনা ভয়ঙ্কর। মর্মান্তিক ভাবে মৃত্যু হয় অনেকের। কেউ বা গুরুতর ভাবে জখম হন। কিন্তু সোশ্যাল মিডিয়ার নেশায় বুঁদ হয়ে থাকা কিছু সংখ্যক মানুষের 'স্টান্ট ভিডিও' পোস্ট করার হিড়িক কমে না।
তবে এবার যা ঘটেছে তা আতঙ্কের তো বটেই, একই সঙ্গে অত্যন্ত নিন্দনীয় ঘটনা
ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে, ট্রেনের দরজা থেকে স্টান্ট দেখাচ্ছেন এক যুবক। এক পা রয়েছে ট্রেনের দরজায়। মানে কোনওরকমে ছুঁয়ে রয়েছেন ট্রেনের বগি। আরেক পা প্ল্যাটফর্মে। দ্রুত গতিতে ছুটছে ট্রেন। আর ওই যুবক এক পা ট্রেনের দরজায় এবং অন্যটি প্ল্যাটফর্ম রেখে ট্রেনের সঙ্গে তাল রেখে এগিয়ে চলেছেন। এক হাত ধরা রয়েছে ট্রেনের দরজায় থাকা রড। এই স্টান্ট যে মারাত্মক বিপজ্জনক, তা ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। একবার হাত ফস্কে গেলে সাংঘাতিক চোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘটতে পারে আরও বড় বিপদ। তবে যুবকের সেইসব দিকে হেলদোল নেই। বিপজ্জনক স্টান্ট করতেই মন দিয়েছেন তিনি।
কিন্তু শুধুই কি স্টান্ট করছিলেন ওই যুবক ?
একেবারেই না। ভাইরাল হওয়া ইনস্টাগ্রামের এই ভিডিও একটু খুঁটিয়ে দেখলেই বুঝবেন স্টান্টের আড়ালে কী সাংঘাতিক ন্যাক্কারজনক কাজ করছিলেন ওই যুবক। দ্রুত গতিতে চলছে ট্রেন। সমান তালেই রয়েছেন ওই যুবক। আর সেই অছিলায় প্ল্যাটফর্মে হাঁটতে থাকা এক মহিলার শরীর ছুঁয়ে দিলেন তিনি। তারপর আবার দিলেন একগাল হাসি। ভাবটা এমন, যেন সাংঘাতিক এক গৌরবের কাজ করেছেন। এই ভিডিও দেখে ক্ষেপে লাল নেটিজেনরা। মারাত্মক চটেছেন যুবকের উপর। কমেন্ট বক্সে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনদের অনেকেই।
View this post on Instagram
জানা গিয়েছে, যুবকের নাম রাহুল কুমার যাদব। বিহারের বাসিন্দা তিনি। ফেসবুক প্রোফাইল অনুসারে যুবকের নাম রাহুল কুমার যাদব। নিজেকে ডিজিটাল ক্রিয়েটর হিসেবে পরিচয় দিয়েছেন তিনি। থাকেন মহুয়া-তে। কাজ করেন হাজিপুরে। শুধু ইনস্টাগ্রাম নয়, সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে এই ভিডিও।






















