Viral Video: মেয়ের মাথায় সিসিটিভি ক্যামেরা বসিয়ে নজরদারি বাবার, ভাইরাল ভিডিয়ো
Viral Video Controversy: সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে এক মহিলা সাক্ষাৎকার দিচ্ছেন যার মাথায় বসানো আছে একটা বড়সড় সিসিটিভি ক্যামেরা।
Pakistan News: মেয়ের সুরক্ষার জন্য এক অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করে সমাজমাধ্যমে তুমুল ভাইরাল এক পাকিস্তানি বাবা (Pakistani Father)। এমন সুরক্ষা পদ্ধতি নিয়ে তুমুল শোরগোল নেটপাড়ায়। মেয়ের (Viral Video) সুরক্ষা নিরাপত্তার জন্য তার মাথায় সিসিটিভি ক্যামেরা (CCTV Camera) বসিয়ে তার চলাফেরা সর্বত্র নজরদারি করতে চেয়েছেন তাঁর বাবা। এর ফলে মেয়ের সঙ্গে কোনও খারাপ কিছু ঘটার আগেই যাতে তিনি জানতে পারেন, বিপদে আপদে নিজে আগে যেতে পারবেন মেয়ের কাছে। তবে এই অভূতপূর্ব নিরাপত্তার পদ্ধতি নিয়ে চর্চা চলছে নেটিজেনদের মধ্যে। সমাজমাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিয়ো।
সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে এক মহিলা সাক্ষাৎকার দিচ্ছেন যার মাথায় বসানো আছে একটা বড়সড় সিসিটিভি ক্যামেরা। এই ক্যামেরার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বুঝিয়ে বলেন যে তাঁর বাবা এই ক্যামেরাটি মাথায় বসিয়ে দিয়েছেন এবং মনিটরের সঙ্গে সংযোগ করেছেন যাতে তিনি তাঁর চলাফেরা সবসময় দেখতে পারেন এবং তাঁর সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।
সেই মহিলা আরও জানান যে এই কাজ আপাতভাবে একটু বাড়াবাড়ি মনে হতে পারে কিন্তু তাঁর বাবার এই সিদ্ধান্ত নিয়ে তাঁর কোনও আপত্তি নেই। এই অভূতপূর্ব নিরাপত্তা পদ্ধতিকে ঘিরে চর্চা চলছে সমাজমাধ্যমে। তবে এই ঘটনার পিছনে সাম্প্রতিক করাচিতে ঘটে যাওয়া এক দুর্ঘটনার অনুষঙ্গ রয়েছে। একটা ঘটনায় এমনভাবেই করাচির এক রাস্তায় প্রাণ হারান এক মহিলা আর তারপর থেকেই নিজের মেয়ের সুরক্ষা নিয়ে চিন্তিত এই পাকিস্তানি পিতা।
এই ভিডিয়োতে সেই মহিলাকে বলতে শোনা যায় যে বাবা হচ্ছেন আদপে তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। ক্যামেরার মাধ্যমে তাঁর গতিবিধি সবসময় তিনি নজর রাখবেন। দেশে হিংসাত্মক ঘটনা যে ঘটছে তা বাস্তব, আর তাই তাঁর সুরক্ষার জন্য তাঁর পরিবারের যে কোনও সিদ্ধান্তই এক্ষেত্রে ঠিক। যিনি এই ভিডিয়োটি শেয়ার করেছেন এক্স হ্যান্ডলে তিনি এই ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন, 'নেক্সট লেভেল সিকিউরিটি'। অনেকেই এই ভিডিয়োতে কমেন্ট করেছেন। কেউ কেউ মহিলার বাবাকে কুর্নিশ জানিয়েছেন, কেউ আবার পুরো বিষয়টি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছেন। কেউ লিখেছেন, 'এতটা ডিজিটাল নির্ভর হওয়া ঠিক নয়।' আবার জনৈক নেটিজেন কমেন্টে লিখেছেন যে পিছন থেকে যদি কেউ আক্রমণ করে তাহলে দেখা যাবে না ক্যামেরায়'।
আরও পড়ুন: Adani Group: সুইস ব্যাঙ্কে জমানো কোটি কোটি টাকা ! হিন্ডেনবার্গের অভিযোগের কী জবাব দিলেন আদানি ?