Viral Video: বহুদিন পর 'মানুষ বন্ধু'-র সঙ্গে সাক্ষাৎ, আনন্দে আত্মহারা গণ্ডার, ভাইরাল ভিডিও
Viral News: ট্যুইটারে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে একটি গণ্ডার দীঘদিন পর তার কিপারকে দেখে আনন্দে রীতিমতো নাচানাচি জুড়ে দিয়েছে।
কলকাতা: সোশ্যাল মিডিয়ায় পশুপাখিদের বিভিন্ন আদুরে ভিডিও মাঝে মাঝেই ভাইরাল হয়। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, একটি গণ্ডার তার রক্ষককে অনেকদিন পর দেখতে পেয়ে বেজায় আনন্দ পেয়েছে। রীতিমতো নিজের খাঁচার ভিতরে লাফালাফি জুড়ে দিয়েছে সে। আর তা দেখে খুশি হয়েছেন নেটিজেনরা। এই ভিডিও শেয়ার করা হয়েছিল ট্যুইটারে। আর তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে এই ভিডিও। ক্রমশ বাড়ছে লাইক, কমেন্ট এবং ভিউয়ের সংখ্যা।
Top story: @_B___S: 'Rhino so happy to see his caretaker he gets the zoomies ' pic.twitter.com/4KgkDGUjk9, see more https://t.co/XxKn4vat0D
— Krish Krishnan (@datagenius) November 11, 2022
আনন্দে দৌড়:
ট্যুইটারে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, তার দিয়ে ঘেরা একটি খাঁচার ভিতরে দাঁড়িয়ে রয়েছে একটি গণ্ডারটি। হঠাৎ করেই তার সামনে এসে দাঁড়িয়েছেন গণ্ডারটির রক্ষক। সেই মহিলাকে দেখে দারুণ আনন্দ পেয়েছে গণ্ডারটি। খাঁচা জুড়ে একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াতে দেখা গিয়েছে তাকে। একবার ডানদিকে একবার বাঁদিকে লাফিয়ে নিজের আনন্দ প্রকাশ করেছে সে। গণ্ডারটিকে দেখেও আনন্দ পেয়েছেন ওই মহিলা রক্ষক। ট্যুইটারের পেজ B&S থেকে এই ভিডিও শেয়ার করা হয়েছে গত ১১ নভেম্বর।
Rhino so happy to see his caretaker he gets the zoomies pic.twitter.com/EG6FDvq5tF
— B&S (@_B___S) November 11, 2022
মুহূর্তে ভাইরাল:
ইতিমধ্যেই এই ভিডিওর ভিউ ১.৩ মিলিয়নের বেশি হয়েছে। ৬৭ হাজারের বেশি নেটিজেন এই ভিডিও দেখে লাইক করেছেন। নেটিজেনরা ওই গণ্ডার এবং তার কেয়ারটেকারের এমন বন্ধুত্ব এবং মিষ্টি সম্পর্ক দেখে দারুণ মজা পেয়েছেন। অনেকেই বলছেন এই ভিডিও একবার দেখলেই মন ভাল হয়ে যাবে। সচরাচর এমন মিষ্টি মুহূর্ত দেখা যায় না। বাচ্চাদেরও এই ভিডিও খুবই ভাল লাগবে। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্য়েই এমন নানা ভিডিও উঠে আসে। তা মাঝেমাঝেই ভাইরাল হয়। ব্যস্ত সময়, কাজের চাপের মাঝে এমন ভিডিও নেটনাগরিকদের ঠোঁটের কোণে হাসি ফোটায়।
আরও পড়ুন: সিআইএসএফ জওয়ানের দেখাদেখি 'ওয়ার্ক আউট' করছে সারমেয়, ভাইরাল ভিডিও