Viral Video: ঘুমন্ত যুবককে চুম্বন! কাঠগড়ায় এক পুরুষ, ট্রেনযাত্রায় হুলস্থুল কাণ্ড, ভাইরাল ভিডিও
Indian Railways: সোশ্যাল মিডিয়ার দৌলতে ভিডিওটি সামনে এসেছে।

নয়াদিল্লি: দূরপাল্লার ট্রেনে হঠাৎ ধুন্ধুমার। মারপিট দুই যুবকের মধ্য়ে। মাঝখানে কান্নাকাটি, কাতর আর্জি এক মহিলার। ট্রেনযাত্রায় জোরপূর্বক চুম্বনকে ঘিরেই বিবাদ বাধে বলে জানা গিয়েছে। ঝামেলায় মহিলার কোনও ভূমিকা নেই যদিও। তিনি শুধু মারামারি আটকাতে গিয়েছিলেন। তাঁর স্বামী এক যুবককে চুম্বন করেন বলে জানা গিয়েছে। (Viral Video)
সোশ্যাল মিডিয়ার দৌলতে ভিডিওটি সামনে এসেছে। জানা গিয়েছে, রাতে নিজের বার্থে ঘুমাচ্ছিলেন এক যুবক। সেই সময় অভিযুক্ত ব্যক্তি হঠাৎই চুম্বন করেন তাঁকে। গোটা ঘটনায় হকচকিয়ে গেলেও, পর মুহূর্তেই তেড়ে আসেন তিনি। গোটা কামরায় শোরগোল পড়ে যায় সেই নিয়ে। কিন্তু সকলেই নীরব দর্শকের ভূমিকা পালন করেন। (Indian Railways)
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে অভিযুক্ত ব্যক্তিকে ট্রেনের নীচের বার্থে বসে থাকতে দেখা গিয়েছে। উল্টো দিকের নীচের বার্থে শুয়েছিলেন তাঁর স্ত্রী। তাঁদের ঘিরে বেশ ভিড় জমে যায়। একজন ক্যামেরায় গোটা মুহূর্ত বন্দি করতে থাকেন। সেই অবস্থাতেই এক যুবক চেঁচাতে থাকেন। বার্থে বসা ব্যক্তির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তোলেন তিনি।
The guy kissed another guy in train while sleeping.
— ShoneeKapoor (@ShoneeKapoor) March 4, 2025
Then said- "maaf kardo, chhod de"
All the bystanders are not even taking this seriously until the man started to get beaten. pic.twitter.com/YtQP3P7cG2
চিৎকার করে অভিযোগ তুলছিলেন যে যুবক, তিনি জানান, নিজের বার্থে ঘুমাচ্ছিলেন তিনি। হঠাৎ ওই ব্যক্তি তাঁকে চুম্বন করেন। তিনি বলেন, "আমি শুয়ে ছিলাম। এই লোকটি আমাকে জোরপূর্বক চুম্বন করে। কেন এমন করলে জানতে চাইলে বলে, 'মন চেয়েছে তাই চুম্বন করেছেন'।"
অভিযুক্ত ব্যক্তির স্ত্রী সব জেনেও স্বামীকে রক্ষা করছেন বলে অভিযোগ করেন ওই যুবক। তিনি বলেন, "ওঁর স্ত্রী সব জানেন। তাও বলছেন ছেড়ে দিতে। আমি তো ছাড়ব না। এটা যদি কোনও মহিলার সঙ্গে ঘটত, যদি ওঁর (অভিযুক্তের স্ত্রী) সঙ্গেই ঘটত, তাহলে কি ছেড়ে দিতেন? সকলে ছুটে আসতেন।"
বার্থে বসে থাকা অভিযুক্ত ব্যক্তিও অভিযোগ অস্বীকার করেননি। কেন এমন করলেন জানতে চাইলে বলেন, "মন চেয়েছিল তাই।" নিগ্রহের শিকার যুবকের কাছে ক্ষমাও চান তিনি। বলতে থাকেন, "ভুল হয়ে গিয়েছে।" কিন্তু অভিযোগকারী যুবক বিষয়টিকে লঘু করে দেখতে রাজি হননি। বার্থ থেকে অভিযুক্ত ব্যক্তিকে টেনে আনেন তিনি। মেঝেয় ফেলা মারতেও শুরু করেন। অন্য দিক থেকে ছুটে আসেন অভিযুক্তের স্ত্রী। স্বামীকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়েন তিনি। স্বামী ভুল করেছেন বলে স্বীকার করে নেন, সেই সঙ্গে স্বামীকে ছেড়ে দিতে আর্জি জানান।
ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে, তা এখনও জানা যায়নি। ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। কিন্তু বিষয়টি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। গোটা ঘটনায় নিগ্রহের শিকার যুবকের পাশে দাঁড়িয়েছেন নেটিজেনরা। অনুমতি ছাড়া কোনও রকম শারীরিক ঘটনাই নিগ্রহ। নারী-পুরুষ সকলের ক্ষেত্রে একই নিয়ম বলে জানান তাঁরা। পুরুষদের উপর নিগ্রহকে এখনও সমাজ লঘু করে দেখছে কেন, এই প্রশ্নও তোলেন অনেকে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করার দাবি জানান।






















