Viral Video: হেলমেটের ভিতর বিষধর কেউটের বাচ্চা, পরার সময়ই সটান যুবকের মাথায় ছোবল ! তারপর ...
Viral News: ভাইরাল হওয়া ওই ভিডিওতেই দেখা গিয়েছে একটি হেলমেট। প্রথমে একঝলক দেখে হেলমেটটা দেখে একদম স্বাভাবিকই মনে হবে আপনার। কিন্তু ভিতরে একটু উঁকি দিলেই নজরে আসবে বিষধর এক কেউটে সাপ।

Viral Video: দুঃসময় যে কখন, কীভাবে আপনার জীবনে হানা দেবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও দেখে এমনটাই বলছেন, নেটিজেনদের বেশিরভাগ। এক্স মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে স্কুটারের উপর একটি লোক পড়ে রয়েছেন। একটু অদ্ভুত ভাবেই। তাঁকে টেনে তুলছেন আশপাশের লোক। ওই ব্যক্তি জীবিত না মৃত তা স্পষ্ট নয়। আর কেন এই ব্যক্তির এমন অবস্থা হয়েছে তা প্রকাশ্যে আসার পর শিউরে উঠেছেন সকলে।
यह दक्षिण भारत का वीडियो है एक कोबरा का बच्चा हेलमेट में छुपा हुआ था और व्यक्ति के सर में काट लिया !!
— MANOJ SHARMA LUCKNOW UP🇮🇳🇮🇳🇮🇳 (@ManojSh28986262) December 24, 2024
जब भी आप हेलमेट पहने तो एक बार हेलमेट को ठोक कर झाड़ कर ही पहने !!#ViralVideos #Helmet #Viral pic.twitter.com/8PnRKdMXjo
ভাইরাল হওয়া ওই ভিডিওতেই দেখা গিয়েছে একটি হেলমেট। প্রথমে একঝলক দেখে হেলমেটটা দেখে একদম স্বাভাবিকই মনে হবে আপনার। কিন্তু ভিতরে একটু উঁকি দিলেই নজরে আসবে বিষধর এক কেউটে সাপ। আকার, আয়তনে বোঝাই যাচ্ছে ওই সাপ বাচ্চা কেউটে। কিন্তু বাচ্চা হোক বা বড়, বিষধর তো বটেই। কেউটে সাপের বাচ্চা সমেত হেলমেটই মাথায় পরেছিলেন ওই ব্যক্তি। তারপরই ঘটেছে অঘটন। সরাসরি ব্যক্তিরমাথায় ছোবল মেরেছে সাপটি। ভাইরাল ভিডিও দেখে এটা বোঝা যায়নি যে ওই ব্যক্তি বেঁচে রয়েছেন নাকি তাঁর মৃত্যু হয়েছে। তবে ওই হেলমেট থেকে কেউটে সাপের বাচ্চাটিকে উদ্ধার করেছেন এক ব্যক্তি। একটা লাঠি দিয়ে তাকে তুলে আনা হয়েছে হেলমেটের ভিতর থেকে। এই ভিডিও দক্ষিণ ভারতের। হেলমেট পরার সময় ওই ব্যক্তি বুঝতেও পারেননি যে ভিতরে রয়েছে বিষধর কেউটে সাপ। বাচ্চা হোক আর যাই হোক, বিষ কিন্তু কোনও অংশে কম নয় এই সাপের। আর হেলমেট পরতে যাওয়ার সময়েই তাঁর মাথায় ছোবল মেরেছে সাপটি।
এই ঘটনার কথা জানার পরই আঁতকে উঠেছেন সকলে। নেটিজেনরা ভিডিওতে কমেন্ট করেছেন, এমন সাংঘাতিক ঘটনা যে ঘটতে পারে তা আন্দাজ করাই মুশকিল। এই ভাইরাল ভিডিও মনে করিয়ে দিচ্ছে অতীতের একটি ঘটনা। ২০২৩ সালে কেরলে অনেকটা এই ধরনেরই একটি ঘটনা ঘটেছিল। নিজের কর্মস্থলের কাছে প্ল্যাটফর্মে হেলমেট ফেলে রেখে গিয়েছিলেন এক ব্যক্তি। পরে হেলমেট নিতে এসে দেখেন ভিতরে কী যেন একটা নড়াচড়া করছে। সন্দেহ হওয়ায় সরাসরি বনদফতরের সঙ্গে যোগাযোগ করেন ওই ব্যক্তি। বনবিভাগের কর্মী এসে হেলমেটের ভিতর থেকে উদ্ধার করেছিল দু'মাসের একটি কেউটে সাপ। আকার, আয়তন, বয়সে ছোট হলেও এই সাপ সাংঘাতিক বিষধর।
আরও পড়ুন- মাথার উপর চুল দিয়েই তৈরি হল ক্রিসমাস ট্রি ! ভাইরাল ভিডিও না দেখলে বিশ্বাসই হবে না
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।






















