Viral Video: স্ত্রীর সঙ্গে মঞ্চে নাচতে নাচতেই হৃদরোগে মৃত্যু ! ২৫তম বিবাহবার্ষিকীতেই ঘটল বড় দুর্ঘটনা
UP man Dies of Heart Attack: উত্তরপ্রদেশের বেরিলির একটি ম্যারেজ হলে ঘটেছে এই ঘটনা। ৫০ বছর বয়সী ওয়াসিম শেরাওয়াত তাদের সিলভার জুবিলির পার্টিতে স্ত্রী ফারাহ-র সঙ্গে নাচছিলেন মঞ্চের উপর।

উত্তরপ্রদেশ: সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এই ভয়ঙ্কর ঘটনা। ২৫তম বিবাহ বার্ষিকীতে স্ত্রীর সঙ্গে আনন্দে নাচতে নাচতেই মঞ্চের উপর ঢলে পড়েন এক ব্যক্তি। মারা যান সেখানেই। তাঁকে বাঁচানোর জন্য সকলে ছুটে এলেও হাজার চেষ্টা করেও তাঁকে আর ফেরানো (Heart Attack) যায়নি। আনন্দমুখর পরিবেশে নেমে আসে গভীর শোক। বিবাহবার্ষিকীর দিনের আনন্দ, উল্লাস, হাসি-চপলতা গ্রাস করে নিল মৃত্যুশোক। এই ঘটনা (UP Man Dies) মেনে নিতে পারছেন না কিছুতেই সেই ব্যক্তির স্ত্রী ও উপস্থিত আত্মীয়-পরিজনেরা। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে চিকিৎসকরা জানান যে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।
উত্তরপ্রদেশের বেরিলির একটি ম্যারেজ হলে ঘটেছে এই ঘটনা। ৫০ বছর বয়সী এক জুতো ব্যবসায়ী ওয়াসিম শেরাওয়াত তাদের ২৫তম বিবাহবার্ষিকী অর্থাৎ সিলভার জুবিলির পার্টিতে স্ত্রী ফারাহ-র সঙ্গে নাচছিলেন মঞ্চের উপর। তারপরেই ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। এই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। দেখা যাচ্ছে, সেই ব্যক্তিটি নাচতে নাচতেই মাটিতে ঢলে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত (UP Man Dies) বলে ঘোষণা করেন। তাঁর এক আত্মীয় জানান, 'তাঁকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়'। তারপর ওয়াসিমকে শুইয়ে রাখা হয়। তাঁর স্ত্রী ফারাহ পেশায় একজন স্কুলশিক্ষিকা, তাদের দুই সন্তানও রয়েছে।
সেই হাসপাতালের এক সিনিয়র কার্ডিওলজিস্ট বলেন, 'এই ধরনের ঘটনা আদপে অনির্ণীত হৃদযন্ত্রের খারাপ অবস্থার কারণেই ঘটে থাকে। হার্ট রিদম বা রক্ত সঞ্চালন জনিত কোনও সমস্যা আড়ালে থেকে থাকলে আকস্মিক হার্ট অ্যাটাক হতে পারে। শ্বাস বন্ধ হয়ে আসা বা অনিয়মিত হৃদস্পন্দনের মত সমস্যা নজরে এলে তা অবহেলা করা কখনই উচিত নয়।' এই দম্পতি পরে একসঙ্গে তাদের ২৫তম বিবাহবার্ষিকীর স্মারক হিসেবে কেক কাটার পরিকল্পনাও করেছিলেন, সেই পরিকল্পনা অধরাই রয়ে গেল।
নেটিজেনদের প্রতিক্রিয়া
সমাজমাধ্যমে এই ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজেনরা নানাবিধ মন্তব্য করছেন কমেন্ট সেকশনে। একজন লেখেন, 'শ্বাস কখন বন্ধ হয়ে যাবে তার কোনও ঠিক নেই। ভরসা নেই। ততদিন কাউকে কষ্ট না দিয়ে সুখে বাঁচার চেষ্টা করুন।' আবার একজন খানিক সন্দেহ উসকে দিয়ে লিখেছেন, 'এই ধরনের আকস্মিক মৃত্যুর তদন্ত করছে না কেন সরকার ?'






















