Viral Video: হাসপাতালের মধ্যে এক হাঁটু জল, রোগীর স্ট্রেচারে বসে অফিস ছাড়লেন মেডিকেল কলেজের অধ্যক্ষ
Medical College News: সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, হাসপাতাল থেকে স্ট্রেচারে বসে বেরচ্ছেন অধ্যক্ষ।
নয়া দিল্লি: দেরি হলেও বর্ষার দাপট দেখেছে দেশের বেশিরভাগ রাজ্য। বৃষ্টির জন্য জল জমেছে হাসপাতালগুলিতেও। পা ডোবা জল নয়, হাসপাতালের মধ্যে রীতিমতো কোমর সমান জল। সেই পরিস্থিতিতে স্ট্রেচারে বসে হাসপাতাল থেকে বেরলেন ওই হাসপাতালেরই অধ্যক্ষ। সেই ভিডিওই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, হাসপাতাল থেকে স্ট্রেচারে বসে বেরচ্ছেন অধ্যক্ষ। পরনে হাফ হাতা শার্ট, প্যান্ট, পায়ে মোজা-জুতো। এই পোশাকে এক হাঁটু জল পেরিয়ে বেরনো অসম্ভব, অগত্যা এই ব্যবস্থা? চার কর্মীরা এই কাজটি করছেন।
ঘটনাটি ঘটেছে শাহজাহানপুরে। টানা বৃষ্টিতে গোটা শহর জলমগ্ন। হাসপাতালেও জল। সূত্রের খবর, কলেজের অধ্যক্ষ, রাজেশ কুমার, রুমাল দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন বেরনোর সময়। জামাকাপড় যাতে নষ্ট না হয় সেই কারণেই স্ট্রেচারে জলমগ্ন হাসপাতাল থেকে বেরনোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
वीवीआईपी बना प्रिंसिपल pic.twitter.com/tTuo77DDT6
— parmod chaudhary (@parmoddhukiya) July 13, 2024
এই ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
আরও পড়ুন, বিয়েতে নিরামিষ মেনু দেখে মাথা গরম বরযাত্রীদের! কনের বাড়িতে তুলকালাম কাণ্ড, আত্মীয়দের লাঠি দিয়ে মার
সংবাদসংস্থা এনডিটির রিপোর্টে ওই অধ্যক্ষ এই ঘটনার বিষয়ে তাঁর মন্তব্য জানিয়েছেন। সেখানে তিনি বলেন না জেনেই এই ভিডিওটি ভাইরাল হয়েছে। তিনি বলেন, "একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেটিতে আমাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে। আমি এই ভিডিওটির নিন্দা করছি। শাহজাহানপুর প্লাবিত হয়েছে। এমনকি আমাদের কলেজ প্লাবিত হয়েছে। প্রায় ৩০০ রোগী, কর্মরত স্টাফ সদস্য এবং অন্যরা এখানে আটকা পড়েছে। আমরা সব রোগীকে সরিয়ে নিয়েছি, অ্যাম্বুলেন্স, বাস ব্যবহার করে। আমার পায়ে চোট রয়েছে এবং আমি ডায়াবেটিকও আছি, যার কারণে আমি হাঁটতে পারছি না। আমি আমার কর্মরত কর্মীদের সঙ্গে কথা বলেছি এবং তারা বলেছে যে তারা ব্যবস্থা করবে। এরপর আমাকে মেডিক্যাল কলেজ থেকে স্ট্রেচারে করে বাইরে বাইরে নিয়ে আসা হয়।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে