Viral News: পরিবারের আর্থিক সংকটে খাবার ডেলিভারি করছে কিশোর, কী বলছে ফুড ডেলিভারি সংস্থা?
Viral Video: জোম্যাটো ফিড ডেলিভারি সংস্থার হয়ে খাবার ডেলিভারি করতে দেখা গিয়েছে এক কিশোরকে। ভিডিও ভাইরাল হতেই কী বলল সংস্থা?
Viral Video: সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রায় রোজই নতুন নতুন ভিডিও ভাইরাল (Viral Video) হয়। এবার সেই তালিকায় রয়েছে এক কিশোর ডেলিভারি বয় (Food Delivery Boy)। জোম্যাটো ফুড অ্যাপের (Zomato Food Delivery App) ডেলিভারি বয় হিসেবেই ট্যুইটারের ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে ওই কিশোরকে। প্রথমে শোনা গিয়েছিল ছেলেটির বয়স ৭ বছর। পরে অবশ্য ফুড ডেলিভারি সংস্থার তরফে জানানো হয়েছে যে ওই কিশোরের বয়স ১৪ বছর। দুর্ঘটনায় আহত হয়েছেন বাচ্চা ছেলেটির বাবা। তারপর থেকে সংসারের হাল ধরতেই খাবার ডেলিভারির কাজে যোগ দিয়েছে ওই কিশোর। রাহুল মিত্তল নামের এক ট্যুইটারিয়ান এই ছেলেটির ভিডিও শেয়ার করেছিলেন ট্যুইটে। নিমেষেই তা ভাইরাল হয়ে যায়।
This 7 year boy is doing his father job as his father met with an accident the boy go to school in the morning and after 6 he work as a delivery boy for @zomato we need to motivate the energy of this boy and help his father to get into feet #zomato pic.twitter.com/5KqBv6OVVG
— RAHUL MITTAL (@therahulmittal) August 1, 2022
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে বাচ্চা ছেলেটির সঙ্গে কথা বলছেন রাহুল। কিশোরের হাতে ধরা ছিল একটি চকোলেটের বাক্স। সম্ভবত সেটাই রাহুলকে ডেলিভারি দিতে এসেছিল সে। ভিডিওতে দু’জনের কথোপকথনের মাধ্যমেই জানা গিয়েছে, সকালে স্কুলে যায় ওই কিশোর। তারপর সন্ধ্যায় থাকে খাবার ডেলিভারির কাজ। সন্ধে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সাইকেলে চড়ে জোম্যাটোর তরফে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিতে যায় ওই কিশোর। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ৪০ হাজারের বেশি ভিউ হয়েছে এই ভিডিওর। অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন ওই কিশোরের জীবন সংগ্রামের কথা শুনে। কিশোরের পরিবারকে সাহায্য করার জন্য এগিয়েও এসেছেন অনেকে। এমনকি বাচ্চা ছেলেটির পড়াশোনা সংক্রান্ত খরচের দায়িত্বও নিতে চেয়েছেন নেটিজেনদের অনেকে।
এই গোটা ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছে জোম্যাটো সংস্থাও। প্রায় ৩০ সেকেন্ডের ওই ভাইরাল ভিডিওর ভিত্তিতে জোম্যাটো কর্তৃপক্ষ জানিয়েছে এত ছোট বয়সে কাজ করছে বাচ্চা ছেলেটি। অনেক আইন ভাঙা হয়েছে। শিশুশ্রমের প্রসঙ্গও আসছে। তবে বাচ্চাটির পরিবারের অসহায় অবস্থার কথা ভেবেই কোনও কড়া পদক্ষেপ নেওয়া হবে না। এর পাশাপাশি এই ঘটনা সকলের সামনে নিয়ে আসার জন্যে নেট দুনিয়াকে ধন্যবাদও জানিয়েছে জোম্যাটো কর্তৃপক্ষ। এছাড়াও তারা জানিয়েছে যে Zomato Future Foundation- এর মাধ্যমে ১৪ বছরের ওই কিশোরের পড়াশোনার ব্যাপারে সাহায্য করা হবে।
আরও পড়ুন- সাফাইকর্মী থেকে স্টেট ব্যাঙ্কের অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার, প্রতীক্ষা মানেই প্রেরণা