এক্সপ্লোর
Hello : ফোন এলেই কি 'হ্যালো' বলে সব দেশের লোক ? এই হ্যালোর পিছনে কী গল্প রয়েছে ?

ফোন এলেই হ্যালো বলেন, জানেন এর ইতিহাস ?
1/8

ফোন এলেই উভয় প্রান্তে শোনা যায় এই এক শব্দ... হ্যালো। যখনই কেউ কল করে, এই শব্দ ব্যবহার করে বেশিরভাগ লোক। সব দেশের মানুষই কি ফোন এলে হ্যালো বলে? বিশ্বের কোথায় এই বিষয়ে কী বলে জানেন ?
2/8

বর্তমানে বেশিরভাগ মানুষের কাছেই স্মার্টফোন বা ল্যান্ডলাইন বা ফিচার ফোন রয়েছে। আজকের যুগে কোনও ব্যক্তি কাউকে কল করলে, তিনি প্রথমে হ্যালো বলেন। আপনি কি জানেন এই শব্দ কীভাবে এল লোকের মুখে?
3/8

আজকাল একজন মানুষ দিনে কতবার হ্যালো বলে সে নিজেই মনে করতে পারবে না। ফোন তোলা থেকে শুরু করে কাউকে ডাকা পর্যন্ত একজন ব্যক্তি হ্যালো শব্দের আশ্রয় নেয়।
4/8

টেলিফোনে হ্যালো বলার উৎপত্তি নিয়ে অনেক গল্প আছে। শোনা যায়, গ্রাহাম বেলের বান্ধবীর নাম ছিল মার্গারেট হ্যালো। এই কারণে ফোনে কথোপকথন শুরু করার আগে তিনি প্রতিবার হ্যালো বলতেন।
5/8

আমেরিকান টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন কোম্পানির নথি অনুযায়ী, গার্লফ্রেন্ডের সম্পর্কে এই গল্পটি অবশ্য় রটনা। গ্রাহাম বেল কখনও হ্যালো শব্দটি ব্যবহার করেননি। তিনি প্রথমে তার সহকারীর সঙ্গে কথা বলেন। তাকে ফোনে তিনি বলেন, "Come-here. I want to see you."
6/8

এ ছাড়া গ্রাহাম বেল টেলিফোনে কথা বলার সময় Ahoy শব্দটি ব্যবহার করতেন বলে জানা যায়। একবার টমাস এডিসন অহয় শব্দটি ভুল শুনেছিলেন। ভুল বোঝাবুঝির কারণে তিনি অহয়ের পরিবর্তে হ্যালো বলেছিলেন।
7/8

এডিসন নিজেই ১৮৭৭ সালে হ্যালো বলার প্রস্তাব করেছিলেন। তিনি পিটসবার্গের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অ্যান্ড প্রিন্টিং টেলিগ্রাফ কোম্পানির প্রেসিডেন্ট টিবিএ স্মিথকে লিখেছিলেন, টেলিফোনে হ্যালো একটি Welcome Word হিসাবে ব্যবহার করা উচিত, তারপরে তার এই প্রস্তাবটি গৃহীত হয়েছিল। তখন টেলিফোন এক্সচেঞ্জে কর্মরত অপারেটরদের ডাকা হতো 'হ্যালো গার্লস' বলে।
8/8

তথ্য বলছে, বর্তমানে বিশ্বের সব দেশেই ফোন কল করার জন্য হ্যালো শব্দটি ব্যবহার করা হয়। কোনও দেশে হ্যালো না বলার কোনও তথ্য় প্রমাণ নেই। বিশ্বের প্রায় সব দেশই ইংরেজি এই শব্দটি ব্য়বহার করে থাকে।
Published at : 10 Jan 2025 08:35 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
