এক্সপ্লোর
Viral News: গোটা সড়ক জুড়ে ডাইনোসরের পায়ের ছাপ ! হাড় হিম করা ছবি প্রকাশ্যে, কী খুঁজে পেলেন গবেষকরা ?
Dinosaur Highway: গোটা সড়ক জুড়ে ২০০ পায়ের ছাপ। বিশাল দানবীয় কোনো প্রাণীর। গবেষকরা খুঁজে পেয়েছেন এই পায়ের ছাপ। ইউরোপে পাওয়া এই পায়ের ছাপ নিরীক্ষণ করে গবেষকরা জানিয়েছেন এটি ১৬৬ মিলিয়ন বছর আগের।

ডাইনোসরের পায়ের ছাপ খুঁজে পেলেন গবেষকরা ?
1/9

গোটা সড়ক জুড়ে ২০০ পায়ের ছাপ। বিশাল দানবীয় কোনো প্রাণীর পায়ের ছাপ। গবেষকরা খুঁজে পেয়েছেন এই পায়ের ছাপ। প্রতীকী ছবি- পিক্সাবে
2/9

ইউরোপে পাওয়া এই পায়ের ছাপ নিরীক্ষণ করে গবেষকরা জানিয়েছেন এটি ১৬৬ মিলিয়ন বছর আগের। প্রতীকী ছবি- পিক্সাবে
3/9

অক্সফোর্ড ও বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ডিওয়ার্স ফার্ম কয়ারিতে এই আবিষ্কার করেছেন। এর নাম দিয়েছেন গবেষকরা ডাইনোসর হাইওয়ে। প্রতীকী ছবি- পিক্সাবে
4/9

একেকটি পায়ের ছাপ প্রায় ৯ মিটার লম্বা। গবেষকরা বলছেন মাংসাশী মেগালোসরাস কিংবা নিরামিষাশী ডাইনোসরের পায়ের ছাপ এর থেকেও দ্বিগুণ হত। ছবি - এক্স হ্যান্ডল @news_ub
5/9

২০২৩ সালে রাস্তার কাজের জন্য চুনাপাথর নিষ্কাশনের সময় এই বিষয়টি লক্ষ করেছিলেন কয়ারি কর্মী গ্যারি জনসন। ছবি - এক্স হ্যান্ডল @news_ub
6/9

এরপরেই প্রত্নতত্ত্ববিদরা উৎসাহী হয়ে এই অঞ্চলে গবেষণা শুরু করেন এবং এই পায়ের ছাপগুলি খুঁজে পান। ছবি - এক্স হ্যান্ডল @news_ub
7/9

এই আবিষ্কারের সঙ্গে জড়িত এক প্রত্নতত্ত্ববিদ কার্স্টি এডিগার জানিয়েছেন, ডাইনোসরদের জীবনের এটি একটি খণ্ড ক্ষুদ্রতম অধ্যায়। ছবি - এক্স হ্যান্ডল @news_ub
8/9

২০২৪ সালের জুন মাসে বার্মিংহাম এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ১০০ জন স্বেচ্ছাসেবী ও গবেষক এই খননকার্যের সঙ্গে যুক্ত ছিলেন। প্রতীকী ছবি- পিক্সাবে
9/9

এরিয়াল ড্রোন ফটোগ্রাফির মাধ্যমে গবেষকরা এই অঞ্চলের ২০ হাজার ছবি তুলেছেন এবং এর মাধ্যমে আরও নিখুঁত থ্রি-ডি মডেল তৈরি করা হবে এই পায়ের ছাপের। প্রতীকী ছবি- পিক্সাবে
Published at : 14 Jan 2025 11:21 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
লাইফস্টাইল-এর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
