Zomato Ankita Tweet: 'প্লিজ প্রাক্তনকে খাবার পাঠানো বন্ধ করুন অঙ্কিতা', ভাইরাল জোম্যাটোর ট্যুইট, হাসির রোল নেটদুনিয়ায়
Zomato Food Delivery: জোম্যাটোর তরফে বলা হয়েছে, কেউ যেন দয়া করে অঙ্কিতাকে জানিয়ে দেন যে তাঁর অ্যাকাউন্টে ক্যাশ অন ডেলিভারি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
Zomato Ankita Tweet: গত ২৪ ঘণ্টায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে একটাই নাম, অঙ্কিতা (Ankita From Bhopal)। সৌজন্যে খাবার ডেলিভারি সংস্থা (Online Food Delivery App) জোম্যাটো (Zomato)। তাদের কথায় অঙ্কিতা ভোপালের বাসিন্দা। তিনি ক্রমাগত তাঁর প্রাক্তন প্রেমিককে খাবার ডেলিভারি পাঠাচ্ছেন। কিন্তু সেখানে যুক্ত থাকছে ক্যাশ অন ডেলিভারির অপশন। আর অঙ্কিতার প্রাক্তন কোনও মতেই খাবারের দিতে রাজি নয়। এক, দু'বার নয় - জোম্যাটোর অভিযোগ তিনবার এই কাণ্ড ঘটিয়েছেন অঙ্কিতা। আর তাই তাঁর জন্য সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছে জোম্যাটো কর্তৃপক্ষ। তাদের সেই ট্যুইট এখন ভাইরাল। কমেন্ট বক্সে জড়ো হয়ে মিম শেয়ার করছেন নেটিজেনরা। তবে নেটিজেনদের একাংশ জোম্যাটোর উপর ক্ষেপেও গিয়েছেন। এভাবে কারও নাম নেওয়া উচিত নয় বলে মনে করছেন তাঁরা। অনেকে আবার বলছেন, এর সঙ্গে হয়তো জোম্যাটোর কোনও মার্কেটিং স্ট্র্যাটেজি যুক্ত রয়েছে। হয়তো বা ক্যাশ অন ডেলিভারি সার্ভিস নিয়ে নতুন করে কিছু ভাবছে জোম্যাটো কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে অবশ্য খোলসা করে কিছুই জানা যায়নি এখনও। অঙ্কিতা কোনও কাল্পনিক চরিত্র নাকি সত্যিই জোম্যাটোর কোনও গ্রাহক এমন কাজ করছেন, তাও স্পষ্ট নয়।
অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ হিসেবে যথেষ্টই জনপ্রিয় জোম্যাটো। মন চাইলেই কয়েকটা ক্লিকে আপনার বাড়ি এসে পৌঁছবে পছন্দের খাবার। মাঝে মাঝেই ক্রেতাদের প্রলোভন দেখিয়ে বেশ মজার মজার মেসেজ পাঠানো হয় জোম্যাটোর তরফে। হয়তো সকালে আপনি অফিসে বসে কাজ করছেন। টুং শব্দে বেজে উঠল ফোন। মেসেজ নোটিফিকেশনে দেখলেন মেসেজ এসেছে জোম্যাটোর তরফে। সেখানে রয়েছে লোভনীয় ব্রেকফাস্টের মেনু। এছাড়াও বিশেষ উৎসব কিংবা উইকেন্ডেও গ্রাহকদের জন্য দারুণ অফার দিয়ে থাকে জোম্যাটো। তবে এ হেন মেসেজ এই প্রথম। শুধু ভোপালের বাসিন্দা অঙ্কিতার জন্য প্রথমবার বার্তা দিয়েই থামেনি জোম্যাটো সংস্থা। আরও একবার ট্যুইট করে জোম্যাটোর তরফে বলা হয়েছে, কেউ যেন দয়া করে অঙ্কিতাকে জানিয়ে দেন যে তাঁর অ্যাকাউন্টে ক্যাশ অন ডেলিভারি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ জোম্যাটোর প্রথম ট্যুইটের পরেও নাকি ১৫ মিনিট ধরে ফের প্রাক্তন প্রেমিককে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে খাবার পাঠানোর চেষ্টা করেছেন অঙ্কিতা, এমনটাই জানিয়েছে জোম্যাটো সংস্থা।
Ankita from Bhopal please stop sending food to your ex on cash on delivery. This is the 3rd time - he is refusing to pay!
— zomato (@zomato) August 2, 2023
জোম্যাটর করা ট্যুইটের কমেন্ট থ্রেডে নেটিজেনদের অনেকে লিখেছেন, ফুড ডেলিভারি সংস্থার উচিত 'ডেলিভার এ স্ল্যাপ' পরিষেবা চালু করা। প্রাক্তনের উপর বেশিরভাগেরই রাগ থাকে, চড়-থাপ্পড় মারার মনোভাব থাকে। তবে বাস্তবে হয়তো তেমনটা করা হয় না। এই কাজ যদি জোম্যাটো করে দেয় তাহলে মন্দ নয়। অনেকে আবার অঙ্কিতার আসল পরিচয় জানতে চেয়েছেন। কেউ বা বলছেন, অঙ্কিতা যদি বলে সত্যিই বাস্তবে কেউ থাকেন, তাহলে নিশ্চিত এবার তাঁর দেখানো পথ অনুসরণ করে প্রাক্তনকে ক্যাশ অন ডেলিভারি পরিষেবা যুক্ত ব্যবস্থায় খাবার পাঠিয়ে শোধ নিতে চাইবেন অনেকেই। আপাতত অঙ্কিতার পরিচয় জানার অপেক্ষায় রয়েছেন নেটিজেনদের অনেকেই।
আরও পড়ুন- বয়স কোনও বাধা নয়, জিমে গিয়ে ওয়েট লিফটিং করে তাক লাগালেন এই মহিলা