এক্সপ্লোর
Astrology Tips : সপ্তাহ শুরুতেই জেনে নিন সোম থেকে রবি কবে কোন দেবতার পুজোয় কাটবে সব বিপদ?
Astrology Tips : বিশ্বাস করা হয় যে, যদি কেউ উপবাস করে সেই বারের পূজনীয় দেবতার আরাধনা করে, তাহলে দ্রুত ফল পাওয়া যায়।
কোন দেবতার পুজোয় কাটবে সব বিপদ?
1/9

শাস্ত্রে সপ্তাহের ৭টি দিন বিভিন্ন দেব-দেবীর পূজার জন্য উৎসর্গীকৃত করা হয়েছে। বিশ্বাস করা হয় যে, যদি কেউ উপবাস করে সেই বারের পূজনীয় দেবতার আরাধনা করে, তাহলে দ্রুত ফল পাওয়া যায় এবং নয়টি গ্রহের শুভ ফলও প্রাপ্তি হয়।
2/9

সোমবারকে ভগবান শিবের দিন বলে মনে করা হয়। এর পাশাপাশি এই দিনে চন্দ্র দেবতারও পুজো করা হয়। চন্দ্র মনের দেবতা। রাশিকে চন্দ্রকে শক্তিশালী করতে এবং বিবাহিত জীবনে সুখ এবং সৌভাগ্য কামনা করতে, সোমবার শিবলিঙ্গের জলাভিষেক বা রুদ্রাভিষেক করা দরকার।
Published at : 04 Dec 2023 11:32 AM (IST)
আরও দেখুন






















