এক্সপ্লোর
Navratri News: বাসন্তী দুর্গা পুজো থেকে ৪ রাশিতে প্রবল উত্থান, ব্যবসা-বিনিয়োগে সোনা ফলাবেন এঁরা!
Astrology, Astro Tips: এ সময় প্রায় ৩০ বছর পর মীন রাশিতে বিচরণ করবে শনি
মীনে উপস্থিত শুক্র মালব্য রাজযোগের প্রভাব বিস্তার করবে
1/7

৩ এপ্রিল থেকে পালিত হবে বাসন্তী দুর্গা পুজো। প্রাচীন কালে এই তিথিতেই দুর্গা পুজো করা হত। আবার উত্তর ভারতে এ সময় চৈত্র নবরাত্রি পালিত হয়। ৩০ মার্চ থেকে চৈত্র নবরাত্রি শুরু হয়েছে, যা শেষ হবে ৬ এপ্রিল।
2/7

আবার ৩ এপ্রিল, ষষ্ঠী তিথি থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বাসন্তী দুর্গা পুজো আয়োজিত হবে। ৬ এপ্রিল নবমী পুজো ও ৭ এপ্রিল দশমীর পর এই পুজোর সমাপ্তি ঘটবে। এবারের বাসন্তী দুর্গাপুজো নানান কারণে বিশেষ। এ সময় প্রায় ৩০ বছর পর মীন রাশিতে বিচরণ করবে শনি। আবার চাঁদের রাশিতে মঙ্গল অবস্থান করবে।
Published at : 04 Apr 2025 12:38 PM (IST)
আরও দেখুন






















