এক্সপ্লোর
Bengali New Year Astrology : বাংলা নববর্ষেই খুলে যাচ্ছে ভাগ্যের বন্ধ তালা, পদোন্নতি, বেতনবৃদ্ধির যোগ ৩ রাশির দুয়ারেই
Poila Baisakh Astrology : সূর্যের এই গোচরের প্রভাব প্রায় ৩০ দিন কার্যকর থাকবে। অর্থাৎ সূর্য ১৫ মে পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করবে।
বেতনবৃদ্ধির যোগ ৩ রাশির দুয়ারেই
1/8

বাঙালির নববর্ষ। জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করে নেওয়ার দিন। সেই সঙ্গে নতুন আশা-প্রত্যাশা নিয়ে শুরু করার দিন। বর্তমানে সূর্য মীন রাশিতে অবস্থিত। ১৪ এপ্রিল ব্রহ্ম মুহুর্তে সূর্যদেব মেষ রাশিতে প্রবেশ করবেন।
2/8

যখন সূর্য এই রাশিতে মেষ রাশিতে গোচর করবেন, তখন অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠেন। অর্থাৎ বাংলা নববর্ষের প্রাক্কালেই সূর্যের শুভ প্রভাব পেতে চলেছে কয়েকটি রাশি।
3/8

সূর্যের এই গোচরের প্রভাব প্রায় ৩০ দিন কার্যকর থাকবে। অর্থাৎ সূর্য ১৫ মে পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করবে। চৈত্র মাসে সূর্যের মেষ রাশিতে প্রবেশের মুহূর্তটি মেষ সংক্রান্তি হিসেবে পালিত হবে। তারপর থেকেই শুরু হবে কয়েকটি রাশির সুসময়।
4/8

মেষ রাশিতে সূর্যের প্রবেশের ফলে তিনটি রাশির সোনালি সময় শুরু হতে পারে। তিনটি রাশির জন্য ভাগ্যের নতুন দরজা খুলে যেতে পারে। কেরিয়ার থেকে অর্থলাভ এবং কর্মক্ষেত্র থেকে সম্পর্ক, সবেতেই বড় সাফল্য পাওয়ার লক্ষণ রয়েছে।
5/8

যখন সূর্য মেষ রাশিতে প্রবেশ করলে মেষ রাশির জাতকদের উপরই এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে। এই সময়টি এই রাশির জন্য শক্তি, আত্মবিশ্বাস এবং সাফল্য বয়ে আনবে। নতুন চাকরির সুযোগ আসতে পারে এবং ব্যবসায় অগ্রগতির পথ খুলে যাবে।
6/8

নববর্ষের প্রাক্কালে মেষ সংক্রান্তিতে সিংহ রাশির জাতকদের সুসময় শুরু হতে পারে। শক্তিতে পূর্ণ হবে জীবন। যেহেতু সূর্য সিংহ রাশির অধিপতি, তাই এর প্রভাব ইতিবাচক হবে। চাকরি এবং ব্যবসায় সাফল্য বয়ে আনবে। কঠোর পরিশ্রমের ফলাফল পাবেন এবং নতুন দায়িত্বও পেতে পারেন।
7/8

সূর্যের এই গোচর ধনু রাশির জন্যও খুবই শুভ প্রমাণিত হবে। কঠোর পরিশ্রম এবং ক্ষমতা স্বীকৃতি পাবে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে।
8/8

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Published at : 11 Apr 2025 10:09 AM (IST)
View More
Advertisement
Advertisement

























