এক্সপ্লোর
Bengali New Year Astrology : বাংলা নববর্ষেই খুলে যাচ্ছে ভাগ্যের বন্ধ তালা, পদোন্নতি, বেতনবৃদ্ধির যোগ ৩ রাশির দুয়ারেই
Poila Baisakh Astrology : সূর্যের এই গোচরের প্রভাব প্রায় ৩০ দিন কার্যকর থাকবে। অর্থাৎ সূর্য ১৫ মে পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করবে।
বেতনবৃদ্ধির যোগ ৩ রাশির দুয়ারেই
1/8

বাঙালির নববর্ষ। জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করে নেওয়ার দিন। সেই সঙ্গে নতুন আশা-প্রত্যাশা নিয়ে শুরু করার দিন। বর্তমানে সূর্য মীন রাশিতে অবস্থিত। ১৪ এপ্রিল ব্রহ্ম মুহুর্তে সূর্যদেব মেষ রাশিতে প্রবেশ করবেন।
2/8

যখন সূর্য এই রাশিতে মেষ রাশিতে গোচর করবেন, তখন অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠেন। অর্থাৎ বাংলা নববর্ষের প্রাক্কালেই সূর্যের শুভ প্রভাব পেতে চলেছে কয়েকটি রাশি।
Published at : 11 Apr 2025 10:09 AM (IST)
আরও দেখুন






















