এক্সপ্লোর
Daily Astrology: সন্তানের বিবাহযোগ রয়েছে কাদের ? কেমন যাবে শনিবার ?
Daily Astrological Prediction: আজ ১৫ জুন, শনিবার। কী বলছে আপনার রাশি ? চলুন জেনে নেওয়া যাক।
সন্তানের বিবাহযোগ রয়েছে কাদের ? কেমন যাবে শনিবার ?
1/12

বোনের পরামর্শে উপকৃত হবেন।সেবামূলক কাজে উন্নতি। চিকিৎসায় খরচ বৃদ্ধির আশঙ্কা। পেটের কষ্ট বাড়তে পারে। বিপদে বন্ধুর সাহায্য পাবেন।মতবিরোধ কেটে যাবে। সুসংবাদ আসতে পারে। কাজ নিয়ে ক্ষোভ তৈরি হতে পারে। কথা বুঝে বলুন। নইলে অসুবিধায় পড়তে পারেন।
2/12

শত্রুর দ্বারা অনিষ্টের আশঙ্কা নেই।কাজে বাধা থাকবে না। ঝামেলায় জড়ানোর আশঙ্কা। আর্থিক চাপ বাড়তে পারে। বাড়িতে অতিথি আসতে পারে। শরীর নিয়ে সতর্ক থাকুন।
Published at : 15 Jul 2023 12:49 AM (IST)
আরও দেখুন






















