এক্সপ্লোর
Horoscope Today: কেমন কাটবে সারাদিন? সুযোগ না কি বিপদ? ইঙ্গিত আপনার রাশিফলেই
Astro Tips for Today: কেমন কাটবে আজকের দিনটি। দেখুন কী বলছে আপনার ৭ ডিসেম্বরের রাশিফল।
নিজস্ব চিত্র
1/12

কষ্টে কাটতে পারে দিনটি। কোনও বিষয় নিয়ে অশান্ত থাকতে পারে মন। পড়ুয়াদের ক্ষেত্রেও বাধা আসতে পারে কাজে। ফলে মনে অশান্তি লেগে থাকতে পারে। স্বাস্থ্যের উপর বিশেষ নজর দিন। পেট বা রক্ত সংক্রান্ত কোনও সমস্যায় ভুগতে পারেন। বন্ধুর সহযোগিতায় ব্যবসায় উন্নতি হতে পারে। ছোটখাটো কথাবার্তায় নজর না দেওয়াই ভাল। সব দোষ আপনার উপর দেওয়ার চেষ্টা হতে পারে। বাকসংযম বজায় রাখুন। কোনও জায়গায় ভ্রমণের সুযোগ রয়েছে। ধর্মীয় স্থানেও বেড়াতে যেতে পারেন। ফলে শান্তি থাকবে মনে। চাকরিক্ষেত্রে উন্নতি হতে পারে। বজায় থাকবে মান-সম্মান।
2/12

ভাল কাটবে দিন। কোনও বন্ধুর থেকে উপহার প্রাপ্তির যোগ রয়েছে। বাড়তে পারে আয়। স্বাস্থ্য নিয়ে চিন্তান্বিত হতে পারেন। চিকিৎসকের পরামর্শ নিন। ব্যবসায় দিনটি ভাল কাটার সম্ভাবনা। ব্যবসায়িক কারণে বিদেশ যাত্রা হতে পারে। পরিশ্রম করতে পারে অনেক। সন্তানের তরফ থেকে সুখবর পেতে পারেন। পূর্ণ সহযোগিতা পাবেন জীবনসঙ্গীর।
Published at : 07 Dec 2023 05:00 AM (IST)
আরও দেখুন






















