এক্সপ্লোর

Daily Astrology:চাকরিতে পদোন্নতির সম্ভাবনা কোন রাশির জাতকের, সতর্ক থাকতে হবে কাদের-আজকের রাশিফল

Horoscope

1/12
আজ আগে থেকে চলছে, এমন কোনও পরিস্থিতির সমাধানে সফল হতে পারেন। অফিসের কাজে কিছু বদল হতে পারে। প্রশাসনের সঙ্গে যুক্তরা স্বল্প পরিশ্রমে বেশি ফল পেতে পারেন। ব্যবসার প্রসারের চিন্তাভাবনা থাকলে প্রচারের ওপর গুরুত্ব দিতে হবে। তরুণরা সৃষ্টিশীল কাজ করতে পারেন। আবহাওয়ার পরিপ্রেক্ষিতে ঠাণ্ডা লাগার মতো কিছু সমস্যা দেখা দিতে পারে। ভাই-বোনের সঙ্গে পারিবারিক বিবাদের অবসান হতে পারে।
আজ আগে থেকে চলছে, এমন কোনও পরিস্থিতির সমাধানে সফল হতে পারেন। অফিসের কাজে কিছু বদল হতে পারে। প্রশাসনের সঙ্গে যুক্তরা স্বল্প পরিশ্রমে বেশি ফল পেতে পারেন। ব্যবসার প্রসারের চিন্তাভাবনা থাকলে প্রচারের ওপর গুরুত্ব দিতে হবে। তরুণরা সৃষ্টিশীল কাজ করতে পারেন। আবহাওয়ার পরিপ্রেক্ষিতে ঠাণ্ডা লাগার মতো কিছু সমস্যা দেখা দিতে পারে। ভাই-বোনের সঙ্গে পারিবারিক বিবাদের অবসান হতে পারে।
2/12
কোনও কাজ কিছুদিন ধরে পূরণ করার ক্ষেত্রে সমস্যার মুখে পড়ে থাকলে আজ তা সম্পূর্ণ করতে পরিকল্পনা শুরু করা দরকার। গ্রহের পরিস্থিতি অনুকূল। চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা। অন্য কোম্পানির চাকরির অফার পেতে পারেন। বেশি তেলঝালযুক্ত খাবার এড়িয়ে চলুন। পারিবারিক অর্থ সংক্রান্ত ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ, অর্থহানির আশঙ্কা রয়েছে।
কোনও কাজ কিছুদিন ধরে পূরণ করার ক্ষেত্রে সমস্যার মুখে পড়ে থাকলে আজ তা সম্পূর্ণ করতে পরিকল্পনা শুরু করা দরকার। গ্রহের পরিস্থিতি অনুকূল। চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা। অন্য কোম্পানির চাকরির অফার পেতে পারেন। বেশি তেলঝালযুক্ত খাবার এড়িয়ে চলুন। পারিবারিক অর্থ সংক্রান্ত ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ, অর্থহানির আশঙ্কা রয়েছে।
3/12
আজ ধর্মকর্মের দিকে নজর রেখে অন্যদের যতদূর সম্ভব সাহায্য করতে হবে। কর্মক্ষেত্রে কাজ শুরুত্ব দিয়ে নেওয়ার ফলে বড় কাজও দ্রুত সম্পন্ন করতে সক্ষম হবেন। পারিবারিক ব্যাপারে লেনদেন নিয়ে সতর্ক থাকতে হবে। নেশা সংক্রান্ত ব্যাপার অত্যন্ত সতর্কতার সঙ্গে এড়িয়ে চলতে হবে। নাহলে কুঅভ্যেস রোগভোগকে ডেকে নিয়ে আসতে পারে। বন্ধুদের সহযোগিতা মিলবে।
আজ ধর্মকর্মের দিকে নজর রেখে অন্যদের যতদূর সম্ভব সাহায্য করতে হবে। কর্মক্ষেত্রে কাজ শুরুত্ব দিয়ে নেওয়ার ফলে বড় কাজও দ্রুত সম্পন্ন করতে সক্ষম হবেন। পারিবারিক ব্যাপারে লেনদেন নিয়ে সতর্ক থাকতে হবে। নেশা সংক্রান্ত ব্যাপার অত্যন্ত সতর্কতার সঙ্গে এড়িয়ে চলতে হবে। নাহলে কুঅভ্যেস রোগভোগকে ডেকে নিয়ে আসতে পারে। বন্ধুদের সহযোগিতা মিলবে।
4/12
আজ পূণ্য সঞ্চয়ের দিন, এক্ষেত্রে অন্য কাউকে কিছু দান ভালো হতে পারে। অফিসের রাজনীতি থেকে দূরে থাকুন। কেননা, গ্রহের পরিস্থিতি কোনও প্রকার মতভেদ ঘটাতে পারে। পড়ুয়াদের সাফল্যের জন্য পরিশ্রম করতে হবে। কোনওভাবে অসুস্থ থাকলে গাফিলতি এড়িয়ে চলতে হবে। ব্যায়াম করলে সঠিক পদ্ধতি মেনে করতে হবে। বাড়িতে সুখ-শান্তি বজায় থাকবে।
আজ পূণ্য সঞ্চয়ের দিন, এক্ষেত্রে অন্য কাউকে কিছু দান ভালো হতে পারে। অফিসের রাজনীতি থেকে দূরে থাকুন। কেননা, গ্রহের পরিস্থিতি কোনও প্রকার মতভেদ ঘটাতে পারে। পড়ুয়াদের সাফল্যের জন্য পরিশ্রম করতে হবে। কোনওভাবে অসুস্থ থাকলে গাফিলতি এড়িয়ে চলতে হবে। ব্যায়াম করলে সঠিক পদ্ধতি মেনে করতে হবে। বাড়িতে সুখ-শান্তি বজায় থাকবে।
5/12
আজ পরিস্থিতি জাতকের অনুকূল থাকতে পারে। কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে। চাকরিজীবীদের জন্য দিনটি স্বাভাবিক থাকতে পারে। ইনসেনটিভ ভিত্তিক চাকরিজীবীদেরও সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে অসুস্থতা ভোগাতে পারে। ছোট-খাটো দুর্ঘটনা সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোথাও যাত্রা করার থাকলে যতদূর সম্ভব এড়িয়ে যেতে হবে।
আজ পরিস্থিতি জাতকের অনুকূল থাকতে পারে। কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে। চাকরিজীবীদের জন্য দিনটি স্বাভাবিক থাকতে পারে। ইনসেনটিভ ভিত্তিক চাকরিজীবীদেরও সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে অসুস্থতা ভোগাতে পারে। ছোট-খাটো দুর্ঘটনা সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোথাও যাত্রা করার থাকলে যতদূর সম্ভব এড়িয়ে যেতে হবে।
6/12
আজ অনাবশ্যক খরচে রাশ টানতে হবে। বড়সড় প্রয়োজন কঠিন পরিস্থিতিতে ফেলতে পারে। দামী সামগ্রীর সুরক্ষা সম্পর্কে সতর্ক থাকতে হবে। অফিসে কাজের সময় সহকর্মীদের সঙ্গে প্রয়োজনের বেশি হাসিঠাট্টা এড়িয়ে চলতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে উত্তেজনাজনিত পরিস্থিতি এড়িয়ে চলতে হবে। আজ থেকে যোগাসন ও ধ্যানে মনোনিবেশ করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে ছোটাখাটো বিবাদের সম্ভাবনা। দুঃস্থদের কম্বলের মতো জিনিস দান করতে পারেন।
আজ অনাবশ্যক খরচে রাশ টানতে হবে। বড়সড় প্রয়োজন কঠিন পরিস্থিতিতে ফেলতে পারে। দামী সামগ্রীর সুরক্ষা সম্পর্কে সতর্ক থাকতে হবে। অফিসে কাজের সময় সহকর্মীদের সঙ্গে প্রয়োজনের বেশি হাসিঠাট্টা এড়িয়ে চলতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে উত্তেজনাজনিত পরিস্থিতি এড়িয়ে চলতে হবে। আজ থেকে যোগাসন ও ধ্যানে মনোনিবেশ করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে ছোটাখাটো বিবাদের সম্ভাবনা। দুঃস্থদের কম্বলের মতো জিনিস দান করতে পারেন।
7/12
আজ কাজকর্মের বোঝা কম থাকতে পারে। সেজন্য অবসর বিনোদনের সুযোগ পেতে পারেন। অফিসে ষড়যন্ত্রের শিকার হতে পারেন। এজন্য সবার সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। স্বাস্থ্যের ক্ষেত্রে পুরানো সমস্যা নতুন করে দেখা দিতে পারে। তা এডিয়ে চলা উচিত হবে না। সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।
আজ কাজকর্মের বোঝা কম থাকতে পারে। সেজন্য অবসর বিনোদনের সুযোগ পেতে পারেন। অফিসে ষড়যন্ত্রের শিকার হতে পারেন। এজন্য সবার সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। স্বাস্থ্যের ক্ষেত্রে পুরানো সমস্যা নতুন করে দেখা দিতে পারে। তা এডিয়ে চলা উচিত হবে না। সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।
8/12
বৃশ্চিক-আজ উৎসাহে ভরপুর দিন কাটবে। কর্মের প্রতি নিষ্ঠা লক্ষ্যে পৌঁছে দিতে পারে। ভবিষ্যতের কল্পনা করে বর্তমান সময় নষ্ট করবেন না। অন্যদের প্রতি হিংসা নিজেরই ক্ষতি করতে পারে।  কোনও কাজ পূর্ণ না হলেও ধৈর্য্য অবলম্বন করুন। স্বাস্থ্যের ক্ষেত্রে পেটে জ্বালা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা ভোগাতে পারে। পারিবারিত দায়িত্ব এড়িয়ে যাওয়া যাবে না।
বৃশ্চিক-আজ উৎসাহে ভরপুর দিন কাটবে। কর্মের প্রতি নিষ্ঠা লক্ষ্যে পৌঁছে দিতে পারে। ভবিষ্যতের কল্পনা করে বর্তমান সময় নষ্ট করবেন না। অন্যদের প্রতি হিংসা নিজেরই ক্ষতি করতে পারে। কোনও কাজ পূর্ণ না হলেও ধৈর্য্য অবলম্বন করুন। স্বাস্থ্যের ক্ষেত্রে পেটে জ্বালা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা ভোগাতে পারে। পারিবারিত দায়িত্ব এড়িয়ে যাওয়া যাবে না।
9/12
আজ মনে অজ্ঞাত কোনও ভয় কাজ করতে পারে। কুণ্ঠা নিয়ে কোনও কাজ করবেন না। অফিসে ম্যানেজমেন্টের সঙ্গে যুক্তদের সময় ভালো। কাজে কোনও আলস্য দেখানো যাবে না। সময়ে কাজ শেষ করার ওপর গুরুত্ব দিতে হবে। প্রোমোশন বকেয়া থাকলে তাতে সাফল্যের সম্ভাবনা। স্বাস্থ্যের ক্ষেত্রে হজমশক্তি কম থাকলে ডিহাইড্রেশন নিয়ে সতর্ক থাকুন।
আজ মনে অজ্ঞাত কোনও ভয় কাজ করতে পারে। কুণ্ঠা নিয়ে কোনও কাজ করবেন না। অফিসে ম্যানেজমেন্টের সঙ্গে যুক্তদের সময় ভালো। কাজে কোনও আলস্য দেখানো যাবে না। সময়ে কাজ শেষ করার ওপর গুরুত্ব দিতে হবে। প্রোমোশন বকেয়া থাকলে তাতে সাফল্যের সম্ভাবনা। স্বাস্থ্যের ক্ষেত্রে হজমশক্তি কম থাকলে ডিহাইড্রেশন নিয়ে সতর্ক থাকুন।
10/12
আজ যে কোনও বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। সংযমিত ব্যবহার করুন, সম্ভব হলে বেশি সময় বাড়িতে কাটান। অফিসে আলাপআলোচনা যাতে তিক্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। জ্ঞানের বৃদ্ধিতে জোর দিতে হবে। বসের সান্নিধ্য মিলবে। স্বাস্থ্যের দিক থেকে মধুমেহ আক্রান্তদের খাওয়াদাওয়ায় সতর্কতা বজায় রাখতে হবে।
আজ যে কোনও বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। সংযমিত ব্যবহার করুন, সম্ভব হলে বেশি সময় বাড়িতে কাটান। অফিসে আলাপআলোচনা যাতে তিক্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। জ্ঞানের বৃদ্ধিতে জোর দিতে হবে। বসের সান্নিধ্য মিলবে। স্বাস্থ্যের দিক থেকে মধুমেহ আক্রান্তদের খাওয়াদাওয়ায় সতর্কতা বজায় রাখতে হবে।
11/12
আজ মামুলি কথাবার্তায় অহেতুক মানসিক চাপ বাড়তে দেবেন না। অন্যদের আলস্যের চক্করে ফেসে জরুরি কাজ আটকে সমস্যা হতে পারে। বহুজাতিক কোম্পানিতে কাজ করতে লাভের সম্ভাবনা। বিদেশে চাকরির চেষ্টা করলে সুখরব মিলতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে চোখের সমস্যা হলে অবিলম্বে চিকিৎসকদের পরামর্শ নিন।
আজ মামুলি কথাবার্তায় অহেতুক মানসিক চাপ বাড়তে দেবেন না। অন্যদের আলস্যের চক্করে ফেসে জরুরি কাজ আটকে সমস্যা হতে পারে। বহুজাতিক কোম্পানিতে কাজ করতে লাভের সম্ভাবনা। বিদেশে চাকরির চেষ্টা করলে সুখরব মিলতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে চোখের সমস্যা হলে অবিলম্বে চিকিৎসকদের পরামর্শ নিন।
12/12
আজ জন্মদিন হলে কোনও গরিবকে ভোজন করাকে পারেন। কর্ম সম্পূর্ণ করতে ভাগ্য ও কর্ম দুটিই কাজে আসবে। কর্মস্থলে অধীনস্থদের ওপর অকারণে চিৎকার-চেঁচামেচি করবেন না। মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে। তরুণ ও পড়ুয়াদের জন্য দিনটি ভালো থাকতে পারে। পারিবারিক ব্যাপারে কোনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবার মতামত নেওয়া দরকার। স্বাস্থ্যের ক্ষেত্রে শিরায় টান বা ব্যথা সংক্রান্ত সমস্যা হতে পারে।
আজ জন্মদিন হলে কোনও গরিবকে ভোজন করাকে পারেন। কর্ম সম্পূর্ণ করতে ভাগ্য ও কর্ম দুটিই কাজে আসবে। কর্মস্থলে অধীনস্থদের ওপর অকারণে চিৎকার-চেঁচামেচি করবেন না। মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে। তরুণ ও পড়ুয়াদের জন্য দিনটি ভালো থাকতে পারে। পারিবারিক ব্যাপারে কোনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবার মতামত নেওয়া দরকার। স্বাস্থ্যের ক্ষেত্রে শিরায় টান বা ব্যথা সংক্রান্ত সমস্যা হতে পারে।

আরও জানুন জ্যোতিষ

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Jalpaiguri News: দ্বিতীয়ায় হকার উচ্ছেদ অভিযান, 'কেন বারবার এই অত্যাচার ?', লাঠির আঘাত, আটক ব্যবসায়ী
দ্বিতীয়ায় হকার উচ্ছেদ অভিযান, 'কেন বারবার এই অত্যাচার ?', লাঠির আঘাত, আটক ব্যবসায়ী
Delhi Doctor Murder Update : ‘খুন করতে পারলে মেয়ের সঙ্গে বিয়ে দেব’, দিল্লির ডাক্তারকে খুন করার সুপারি দিয়েছিল নার্সের স্বামী !
স্ত্রীর সঙ্গে সম্পর্ক আছে বলে সন্দেহ, দিল্লির ডাক্তারকে খুন করার সুপারি দিয়েছিল নার্সের স্বামী !
New Star in Sky: রাতের আকাশে এবার নয়া নক্ষত্র, টেক্কা দেবে ধ্রুবতারাকেও
রাতের আকাশে এবার নয়া নক্ষত্র, টেক্কা দেবে ধ্রুবতারাকেও
Posthumous Reproduction: ক্যান্সার কেড়ে নিয়েছে তরতাজা ছেলেকে, সারোগেসিতে সন্তানের শুক্রাণু ব্যবহারে মা-বাবাকে অনুমতি দিল আদালত
ক্যান্সার কেড়ে নিয়েছে তরতাজা ছেলেকে, সারোগেসিতে সন্তানের শুক্রাণু ব্যবহারে মা-বাবাকে অনুমতি দিল আদালত
Advertisement
ABP Premium

ভিডিও

Jaynagar: ক্ষোভে ফুঁসছে জয়নগর। বিধায়কে তাড়া, সাংসদকে ঘিরে বিক্ষোভ। ঘটনাস্থলে মীনাক্ষী, অগ্নিমিত্রাJoynagar News: জয়নগরের তৃণমূল সাংসদকে গো ব্যাক স্লোগান। হাসপাতালে ঢুকতে গেলে সাংসদকে ঘিরে বিক্ষোভArjun Singh: ভাটপাড়ায় বোমাবাজি,ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে অর্জুন সিং-পার্থ ভৌমিকের বাগ্‍‍যুদ্ধDurga Pujo: নিউটাউনের একটি ক্লাবের সদস্যরা প্রতিমা আনতে গিয়ে স্লোগান দিলেন জাস্টিস ফর RG কর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jalpaiguri News: দ্বিতীয়ায় হকার উচ্ছেদ অভিযান, 'কেন বারবার এই অত্যাচার ?', লাঠির আঘাত, আটক ব্যবসায়ী
দ্বিতীয়ায় হকার উচ্ছেদ অভিযান, 'কেন বারবার এই অত্যাচার ?', লাঠির আঘাত, আটক ব্যবসায়ী
Delhi Doctor Murder Update : ‘খুন করতে পারলে মেয়ের সঙ্গে বিয়ে দেব’, দিল্লির ডাক্তারকে খুন করার সুপারি দিয়েছিল নার্সের স্বামী !
স্ত্রীর সঙ্গে সম্পর্ক আছে বলে সন্দেহ, দিল্লির ডাক্তারকে খুন করার সুপারি দিয়েছিল নার্সের স্বামী !
New Star in Sky: রাতের আকাশে এবার নয়া নক্ষত্র, টেক্কা দেবে ধ্রুবতারাকেও
রাতের আকাশে এবার নয়া নক্ষত্র, টেক্কা দেবে ধ্রুবতারাকেও
Posthumous Reproduction: ক্যান্সার কেড়ে নিয়েছে তরতাজা ছেলেকে, সারোগেসিতে সন্তানের শুক্রাণু ব্যবহারে মা-বাবাকে অনুমতি দিল আদালত
ক্যান্সার কেড়ে নিয়েছে তরতাজা ছেলেকে, সারোগেসিতে সন্তানের শুক্রাণু ব্যবহারে মা-বাবাকে অনুমতি দিল আদালত
Madhabi Puri Buch: ব্যক্তিগত স্বার্থ রক্ষার্থে পক্ষপাতিত্ব? আদানিদের বিরুদ্ধে তদন্তে ঢিলেমির অভিযোগ, SEBI প্রধানকে তলব করল PAC
ব্যক্তিগত স্বার্থ রক্ষার্থে পক্ষপাতিত্ব? আদানিদের বিরুদ্ধে তদন্তে ঢিলেমির অভিযোগ, SEBI প্রধানকে তলব করল PAC
Malda News: গঙ্গার গর্ভে তলিয়ে যাচ্ছে জমি, ফের নদী ভাঙন মালদায়, আতঙ্কে স্থানীয়রা
গঙ্গার গর্ভে তলিয়ে যাচ্ছে জমি, ফের নদী ভাঙন মালদায়, আতঙ্কে স্থানীয়রা
Junior Doctors Protest: ঘড়ি হাতে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জুনিয়র ডাক্তাররা, কেন ঘড়ি ? কী জানালেন তাঁরা
ঘড়ি হাতে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জুনিয়র ডাক্তাররা, কেন ঘড়ি ? কী জানালেন তাঁরা
RG Kar Case : 'দুর্গাপুজো? সে তো অনেক খরচ' ! মেয়ে বলেছিল, 'সব পারব মা', ঘরভরা শূন্যতার মাঝে ডুকরে উঠলেন মা
ঠাকুরঘরে মা দুর্গার শাড়ি, এবারও বায়না হয়ে গিয়েছিল ঢাকির, এখন শুধুই ঘরভরা শূন্যতা-হাহাকার
Embed widget