এক্সপ্লোর
Maha Shivratri 2025: ১৪৯ বছর পর মহাশিবরাত্রিতে বিরাট কাকতালীয় যোগ, সৌভাগ্যের ঝুলি উপচে পড়বে এই রাশিতে
তিনটি গ্রহের সংযোগ এবং মহাশিবরাত্রি উপলক্ষে ঘটছে
সৌভাগ্যের ঝুলি উপচে পড়বে এই রাশিতে
1/7

এবার মহাশিবরাত্রিকে খুবই বিশেষ বলে মনে করা হচ্ছে। শিবরাত্রির দিন, সূর্য, বুধ এবং শনি একসঙ্গে কুম্ভ রাশিতে অবস্থান করবেন। প্রায় ১৪৯ বছর পর, এই তিনটি গ্রহের সংযোগ এবং মহাশিবরাত্রি উপলক্ষে ঘটছে।
2/7

বিশ্বাস করা হয় যে বিরল গ্রহসংযোগের সময় শিবের পূজা করলে ভক্তদের ইচ্ছা দ্রুত পূরণ হয়। এই যোগে করা পূজা রাশিফলের সঙ্গে সম্পর্কিত গ্রহগত ত্রুটিগুলিকেও শান্ত করতে পারে। মহাশিবরাত্রিতে কোন কোন শুভ ঘটনা ঘটছে তা জেনে নিন।
Published at : 25 Feb 2025 07:24 AM (IST)
আরও দেখুন






















