এক্সপ্লোর
Daily Astrology:আর্থিক উন্নতির সম্ভাবনা কোন রাশির জাতকের, দেখুন আজকের রাশিফল
horoscope
1/12

আজ আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। দরকার হলে পরিবারের সদস্যের পাশে পাবেন। গান ও কলা ক্ষেত্রে যুক্তদের দিনটি শুভ। রাজনীতির সঙ্গে যুক্তরা নিজেকে সক্রিয় করার প্রয়াস করুন। চাকরিজীবীদের বদলির সম্ভাবনা। বড় ব্যবসায়ীদের মনোমতো লাভ নাও হতে পারে। তরুণদের কুসঙ্গ থেকে দূরে থাকতে হবে। চোখের যত্ন নিন।
2/12

আজ সতর্ককার অভাবে বড় লোকসানের মুখে পড়তে হতে পারে। ব্যক্তিগত বা পেশাদার-যে কোনও কাজেই নিজের সেরা দেওয়ার চেষ্টা করুন। চাকরির চেষ্টা করলে বা বিদেশি কোম্পানিতে চেষ্টা করলে আজকের দিনটি শুভ। ব্যবসায়ীদের দিনটি লাভজনক। বড় গ্রাহকদের থেকে লাভ মিলতে পারে। নেতিবাচক মানসিকতা থাকলে তরুণদের তা থেকে অবিলম্বে বেরিয়ে আসতে হবে। অভিভাবকরা সন্তানদের কাজকর্মে নজর রাখুন।
Published at : 08 Jul 2021 07:41 AM (IST)
আরও দেখুন






















