এক্সপ্লোর
Guru Margi: ৪ রাশিকে উন্নতির পথে উড়িয়ে নিয়ে যাবে বৃহস্পতি, কোন কোন জাতকদের সোনার সময় শুরু?
Guru Gochar: বৃহস্পতি এক একটি রাশিতে ১২ মাস অর্থাৎ ১ বছর ধরে অবস্থান করে।
সোজা পথে ফেরার পর বৃহস্পতি মেষ থেকে মীন রাশির জাতকদের জীবনকে প্রভাবিত করবে
1/7

দেবগুরু বৃহস্পতিকে জ্ঞান, শিক্ষা, সন্তান, ধর্মীয় কাজ ও সৌভাগ্যের কারক গ্রহ হিসেবে চিহ্নিত করা হয়। বৃহস্পতি এক একটি রাশিতে ১২ মাস অর্থাৎ ১ বছর ধরে অবস্থান করে।
2/7

নিজের এই গোচরকালের সময় বৃহস্পতি বিভিন্ন সময় বক্রী ও মার্গী হয়। বর্তমানে বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে এবং ৯ অক্টোবর এই রাশিতে বক্রী হয়েছে এই গ্রহ। এবার ৪ ফেব্রুয়ারি দুপুর ১টা ৪৬ মিনিটে মার্গী হবে এই গ্রহ। সোজা পথে ফেরার পর বৃহস্পতি মেষ থেকে মীন রাশির জাতকদের জীবনকে প্রভাবিত করবে।
Published at : 03 Feb 2025 06:28 AM (IST)
আরও দেখুন






















