এক্সপ্লোর
Hanuman Jayanti: হনুমান জয়ন্তীতে পঞ্চগ্রহী যোগ, বজরংবলীর আশীর্বাদে বদলাবে ভাগ্য, অঢেল অর্থপ্রাপ্তি?
Hanuman Jayanti 2024: এই সমস্ত শুভ যোগের উপকারী প্রভাব ৫টি রাশিতে দেখা যায়
২৩ এপ্রিল মঙ্গলবার হনুমান জয়ন্তী পালিত হবে
1/8

হিন্দু ধর্মে হনুমান জয়ন্তী নিয়ে ভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা রয়েছে। ২৩ এপ্রিল মঙ্গলবার হনুমান জয়ন্তী পালিত হবে। একইভাবে মঙ্গলবারকে বজরঙ্গবলীকে উৎসর্গ করা হয়।
2/8

হনুমানজির জন্মবার্ষিকীর একই দিনে চিত্রা নক্ষত্রে সিদ্ধ যোগের একটি শুভ সংমিশ্রণ তৈরি হচ্ছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, বুধাদিত্য রাজযোগও এই দিনে মীন রাশিতে তৈরি হচ্ছে। কুম্ভ রাশির কথা বললে এতে শনিশশ রাজযোগ তৈরি হচ্ছে।
Published at : 16 Apr 2024 02:39 PM (IST)
আরও দেখুন






















