এক্সপ্লোর
Hanuman ji Puja: অযথাই মনে ভয়? ঘিরে ধরছে নেগেটিভ এনার্জি ? শনি-মঙ্গলে হনুমান পুজো করুন এইভাবে
Hanuman ji Puja : হনুমানের জন্মবার বলে মঙ্গলবার হনুমানের বিশেষ পুজো করা হয়। ভক্তের সবরকম সঙ্কট থেকে রেহাই দিতেই এগিয়ে আসে তাঁর আশীর্বাদের হাত।
শনি-মঙ্গলে হনুমান পুজো করুন কীভাবে
1/8

মঙ্গলবার দিনটি জ্যোতিষশাস্ত্র ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ । মঙ্গলবার হনুমানের পুজো করলে সব রকম দুঃখ ও কষ্ট দূর হয়ে যায়। জ্যোতিষীদের মতে, মঙ্গলবারের আচার-অনুষ্ঠান ও প্রতিকার পালন করলে সুখ-সমৃদ্ধি আসে ।
2/8

মঙ্গলবার হনুমানের পুজো করলে গ্রহের দোষও দূর হয় বলে বিশ্বাস। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে যাদের কুণ্ডলীতে মঙ্গল দোষ রয়েছে তাদের মঙ্গলবার হনুমানজির পুজো করলে তা দূর হয়। এছাড়াও, এই বিশেষ দিনে হনুমানজির স্তোত্র পাঠ করলে বিশেষ উপকার পাওয়া যায়।
Published at : 23 Jan 2024 07:21 AM (IST)
আরও দেখুন






















