এক্সপ্লোর
Horoscope Today 17 January : মেষ রাশি? অন্তর্ঘাত থেকে সাবধান ! মীন রাশ টানুন রাগে, কী বলছে আপনার রাশিফল
17 January Horoscope : কেমন কাটবে আজকের দিন, জানুন রাশিফল
17 January Horoscope : কেমন কাটবে আজকের দিন, জানুন রাশিফল
1/12

মেষ রাশি : মোটের উপর ভালই কাটবে আজকের দিন। চাকরি যাঁরা করেন, সমস্যার মুখোমুখি হতে পারেন। আপনার অধীনস্থ সহকর্মীদের উপর নজর রাখতে পারেন কাল। আজ কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। ব্যবসা যাঁরা করেন, ধার-বাকিতে ব্যবসা না করাই শ্রেয়।
2/12

বৃষ রাশি : কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রত্যাশা অনুযায়ী ফল নাও পেতে পারেন। হতাশার ভাব আসতে পারে। ব্যবসায়ীরা কালকের কাজ পূরণ করার জন্য প্রাণপনে চেষ্টা করুন। আর ধরতে হবে ধৈর্য। গ্রাহকের সঙ্গে বিবাদে জড়িয়ে না পড়াই ভাল। শ্বশুরবাড়ির পক্ষ থেকে কোনও সুখবর পেতে পারেন।
Published at : 17 Jan 2024 10:12 AM (IST)
আরও দেখুন






















