এক্সপ্লোর
Horoscope 18 March 2022: তুলা রাশির জাতকরা লাল আবির খেলুন, সবুজ শুভ এই জাতকদের, রইল রাশিফল
জেনে নি আজ কী আছে আপনার ভাগ্যে
1/12

মেষ রাশি এবং লগ্নের জাতকরা লাল আবির খেলুন। কাজের চাপ আপনার বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রে অগ্রগতি আসবে। কাজের মাধ্যমে বসকে খুশি রাখুন। সর্দি লাগার ঝুঁকিও রয়েছে। ঠান্ডা লাগার জন্য গলা ব্যথা হতে পারে। বাড়ির প্রবীণদের সঙ্গে সময় কাটান। তাঁদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনুন।
2/12

বৃষ রাশি এবং লগ্নের জাতকরা সাদা আবির খেলুন। আজ বড় ব্যয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন। সুযোগ-সুবিধা ও বিলাসিতা বাড়বে। কাজের ক্ষেত্রে প্রযুক্তির সম্পূর্ণ ব্যবহার করুন। যুবক এবং পড়ুয়াদের অর্থ ব্যয় করার ক্ষেত্রে আরও সতর্ক হওয়া দরকার। ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে।
Published at : 18 Mar 2022 08:54 AM (IST)
আরও দেখুন






















