এক্সপ্লোর
(Source: ECI | ABP NEWS)
Horoscope Today : বুধে পদে পদে জটিলতায় পড়বেন কারা, কাদের দিন কাটবে মাখনের মতো? পড়ুন আজকের রাশিফল
বুধবার গণপতি বাপ্পার পুজোর দিন। কথায় বলে মঙ্গলে ঊষা , বুধে পা যথা ইচ্ছে , তথা যা। অর্থাৎ বুধবারটা কোনও কাজ শুরু করার জন্য আদর্শ।
আজকের রাশিফল
1/12

ব্যবসায় কিছু হারানো অর্থ পেতে পারেন। আপনি যদি আপনার আর্থিক অবস্থা নিয়ে চিন্তিত থাকেন, তাহলে সেই টেনশনও চলে যাবে।
2/12

কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কঠিন দিন হতে চলেছে। অপরিচিত কারো কথায় প্রভাবিত হবেন বিতর্কে জড়ানো থেকে বিরত থাকতে হবে।
3/12

পরিবারে সমস্যা বাড়বে। কিছু কাজের জন্য চাপে থাকবেন। আপনার কোনওবড় প্রকল্প সম্পন্ন হতে পারে।
4/12

দীর্ঘ দূরত্বের ভ্রমণে যাওয়া শুভ হবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদে জয়ী হবেন। আপনার কিছু পুরানো মিথ্যা ধরা পড়তে পারে
5/12

বৃশ্চিক রাশির জাতকদের জন্য দিনটি ভাল। আইনি বিষয়ে আপনি জয়ী হবেন। পড়াশোনায় পূর্ণ মনোযোগ দিতে হবে।
6/12

নতুন কাজ শুরু করার জন্য শুভ দিন। কাউকে টাকা ধার দেওয়া এড়িয়ে চলুন । প্রয়োজনীয় কাজে সম্পূর্ণ মনোযোগ দিন
7/12

কর্মক্ষেত্রে আপনি কিছু বড় অর্জন পেতে পারেন। কাজে একটু সতর্ক থাকতে হবে। অজানা ব্যক্তিকে বিশ্বাস নয়। কোনও লেনদেন এড়াতে হবে।
8/12

দিনটি আনন্দদায়ক হতে চলেছে। সন্তানের নতুন চাকরি পাওয়ার জন্য পরিবেশ আনন্দে ভরে উঠবে। শ্বশুরবাড়ির কারও সঙ্গে বিবাদ হতে পারে।
9/12

কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। অনেকদিন পর বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সন্তান কোনো বিষয়ে আপনার ওপর রাগ করবে।
10/12

জটিলতা পূর্ণ দিন হতে চলেছে। কাজে সমস্যায় পড়তে পারেন। চিন্তাভাবনায় আপনাকে ইতিবাচক থাকতে হবে।
11/12

যদি কারো কাছ থেকে কিছু ঋণ নিয়ে থাকেন তবে তা পরিশোধ করতে সমস্যায় পড়বেন। জীবন সঙ্গী আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন।
12/12

যদি কোনও আইনি সমস্যায় আপনি আটকে থাকেন, তাহলে স্বস্তি পাবেন। কেরিয়ার নিয়ে একটু চিন্তিত থাকবেন। উন্নতির পথে আসা বাধাগুলি দূর হয়ে হবে।
Published at : 25 Sep 2024 06:44 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























