By : abp ananda | Updated at : 07 Jun 2022 09:43 AM (IST)
নিজস্ব চিত্র।
1/12
নানা উৎস থেকে টাকা আসবে। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভাল রাখতে শরীরচর্চা করুন। বন্ধু বা পছন্দের সঙ্গীর সঙ্গে বেরতে পারেন। যাঁরা ঘোরার পরিকল্পনা করছেন তা সফল হবে। পড়াশোনার সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের সাফল্যের সম্ভাবনা আসবে।
2/12
ভাল চাকরির সুযোগ আসতে পারে। শরীরচর্চা ও ব্যায়ামে নজর দিন। হঠাৎ হাতে টাকা আসতে পারে। ঘোরার সুযোগ রয়েছে। ঘর সাজানোর সুযোগ রয়েছে। পরিবারের জন্য বিভিন্ন ভাবনা সার্থক হতে পারে।
3/12
আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। মিডিয়া জগতে কর্মরতদের কাজের দারুণ সুযোগ তৈরি হবে। পরিবারের সমর্থন পাবেন। আপনার সমস্যার খেয়াল রাখবে আপনার পরিবার। সম্পত্তি সংক্রান্ত সমস্যায় হাত দেবেন না। আপাতত কিছুদিন তাতে হাত দেবেন না। সন্তানের জন্য গর্বের কারণ হতে পারে।
4/12
দায়িত্ববান পদে থাকা ব্যক্তিদের জন্য দিনটি ভাল। ব্যায়ামে যোগ করুন। ভাইবোনের সঙ্গে ভাল সময় কাটবে। ঘোরার সময় বাধা আসতে পারে। নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার যোগ রয়েছে। কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে।
5/12
অর্থকষ্ট থাকবে না। পছন্দের যে কোনও জিনিস কিনতে পারবেন। কাজের ক্ষেত্রে কোনও দাবি থাকলে সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। পড়াশোনার ক্ষেত্রে খাটুনির ফল পাবেন। ভাল সুযোগ আসবে।
6/12
ব্যবসার কাজে, খুচরো ব্যবসায় যাঁরা রয়েছেন। তাঁরা লাভের মুখ দেখবেন। পারিবারিক ব্যবসার ক্ষেত্রে ছন্দে ফিরতে বেশ কিছু পদক্ষেপ করতে লাগবে। ঘরোয়া টোটকাতেই স্বাস্থ্য ফিরবে। বিদেশে ঘোরার সম্ভাবনা রয়েছে।
7/12
দীর্ঘদিন আটকে থাকা টাকা হাতে আসতে পারে। সামাজিক কাজে যাঁরা জড়িত তাঁদের মাথা ঠান্ডা রাখতে হবে। পারিবারিক সমস্যা সমাধান হবে। ব্যবসার কাজে বিদেশভ্রমণের সম্ভাবনা রয়েছে। সম্পত্তি সমস্যার সমাধান।
8/12
বিনিয়োগ থেকে লাভের সুযোগ। আপনার বক্তব্য অন্যকে প্রভাবিত করবে। ফলে, ভাল ব্যবহারের ফলে মন জিততে পারেন। পড়ুয়াদের উচিত পড়াশোনায় আরও মনোনিবেশ করা। ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
9/12
মনকে নিয়ন্ত্রণ করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে নিজের অভিজ্ঞতা বৃদ্ধি করুন। যাঁরা ওজন বৃদ্ধির সমস্যায় ভুগছেন, তাঁরা সতর্ক থাকুন। পরিবারে আজ কোনও সুখবর আসতে পারে।
10/12
পরিবারে মনোযোগ দিন। আত্মবিশ্বাস বজায় রাখুন। অলসতার কারণে গুরুত্বপূর্ণ কাজ হাতছাড়া হতে পারে। কর্মদক্ষতা বৃদ্ধি করুন। সহকর্মীদের সঙ্গে অযথা ঝগড়া করবেন না। যা দায়িত্ব পাচ্ছেন, তা সানন্দে গ্রহণ করুন। ব্যবসায়ীদের জন্য দিনটা ভাল। বাইরের খাবার খাবেন না। গুরুত্বপূর্ণ বিষয়ে বাবা অথবহা পরিবারের বয়স্কদের পরামর্শ নিন।
11/12
ব্যবসায় ভাল যোগাযোগ তৈরি হবে। তার জেরে লাভ হবে। সরকারি কাজে যুক্তদের দিনটা কঠিন। কর্মক্ষেত্রে মিশ্র দিন। ঊর্ধ্বতন আপনার পরিকল্পনায় সায় দিলেও, তা কার্যকরে বাধা আসতে পারে। ব্যবসায় লাভ কমবে।
12/12
উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাবেন। আজকের দিনটা খুশি ও ইতিবাচক যাবে। কর্মদক্ষতা বৃদ্ধি করে আয় বাড়ান। যুবাদের ক্ষেত্রে কেরিয়ারে নতুন দিশা খুলবে। বাড়ির অন্দরসজ্জা পরিবর্তন করবেন বলে যাঁরা ভাবছেন, এখনই সঠিক সময়।