এক্সপ্লোর
আজ পৌষ অমাবস্যাতেই বিরল যোগ ! ৩ রাশির তুঙ্গে ভাগ্য, টাকা-পয়সা-খ্যাতি কিছুই বাদ থাকবে না
Ajker Rashifal : পৌষ অমাবস্যা ১৯ ডিসেম্বর ২০২৫। ধনু রাশিতে সূর্য-মঙ্গল যোগে মঙ্গলাদিত্য যোগ। সিংহ, তুলা ও ধনু রাশির জাতকদের লাভ।
আজ পৌষ অমাবস্যাতেই বিরল যোগ
1/6

শুক্রবার ১৯ ডিসেম্বর । আজ বছরের শেষ পৌষ অমাবস্যা। অমাবস্যা তিথির শুরু হয়েছে ভোর ৪ টে বেজে ৫৯ মিনিটে হয়েছে, যা ২০ ডিসেম্বর সকাল ৭ টা বেজে ১২ মিনিটে শেষ হবে। ১৯ ডিসেম্বর সারাদিন অমাবস্যা তিথি থাকবে এবং সেই কারণে আজই পৌষ অমাবস্যা পালন করা হচ্ছে।
2/6

পৌষ অমাবস্যার হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব রয়েছে, শাস্ত্র অনুসারে এটিকে ছোট পিতৃ বলা হয়। এই তিথি স্নান, দান এবং পিতৃ তর্পণের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এছাড়াও, আজকের দিনটিতে গ্রহ-নক্ষত্রের গতিবিধিতেও কিছু বিশেষ পরিবর্তন দেখা যাবে।
Published at : 19 Dec 2025 04:12 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















