এক্সপ্লোর
Holi 2023 Vastu Tips: হোলির আগেই হাতে আসবে টাকা! মিলবে সুখবর? কী পরামর্শ বাস্তুশাস্ত্রে?
Holi 2023: বাস্তুশাস্ত্র অনুযায়ী হোলির শুভ সময়ে ভাল ফল পেতে আগেভাগেই কিছু কাজ করে রাখা যায়।
নিজস্ব চিত্র
1/10

আর কয়েকদিন পরেই হোলি উৎসব। ভারতীয় সংস্কৃতিতে একে অত্যন্ত পবিত্র উৎসব হিসেবে দেখা হয়। সারা দেশজুড়েই পালিত হয় হোলি বা রঙের উৎসব। এক এক জায়গায় তার নাম এক একরকম। অঞ্চলভেদে পাল্টে যায় প্রথা বা নিয়ম। কোনও কোনও প্রদেশে আবার সপ্তাহভর চলে হোলি। বাংলায় এটাই পরিচিত দোলযাত্রা হিসেবে। শুভশক্তির জয়ের চিহ্ন হিসেবেই খেলা হয় হোলি।
2/10

এই বছর ৮ মার্চ হোলি উদযাপিত হবে। শাস্ত্রমতে হোলাষ্টক শুরু হয়ে যায় হোলি উৎসবের আট দিন আগে থেকেই। এই বছর ২৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত ওই সময় চলবে।
Published at : 05 Mar 2023 02:54 PM (IST)
আরও দেখুন






















