এক্সপ্লোর
Peacock Feather in Home: বাড়িতে ময়ূরের পালক রয়েছে? ঠিক জায়গায় রাখলে বদল আসবে ভাগ্যে
Vastu Tips:বাস্তু বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, ঘরে ঠিক জায়গায় ময়ূরের পালক বা প্রতীক রাখলেই সাফল্য এসে ধরা দেয়।
প্রতীকি চিত্র
1/10

ভারতে বহু বাড়িতে ময়ূরের পালক বা ময়ূরের ছবি বা মূর্তি রাখা হয়। শুভ প্রভাব রয়েছে এমনটা বিশ্বাস করেই এমনটা করা হয়। ভাগ্য ভাল হবে, শুভ ঘটনা ঘটবে এমন বিশ্বাস থেকেই এমনটা করা হয়ে থাকে। ভারতীয় বাস্তুশাস্ত্র কী বলছে? বাস্তু বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, ঘরে দক্ষিণ দিকে ময়ূরের পালক বা প্রতীক রাখলে সাফল্য এসে ধরা দেয়।
2/10

সাফল্যের সঙ্গে ময়ূরের পালকের কী সম্পর্ক? ভারতীয় সংস্কৃতি অনুয়ায়ী ময়ূরের পালক বর্ষার প্রতীক। যা সব কৃষকদের জন্য খুশির বিশয়। বর্ষায় মতো বিষয়টি কৃষকদের কাছে উৎসবের বিষয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, ময়ূরের পালক সৌন্দর্য, সৌভাগ্যের প্রতীক। ঘরে বা কাজের ডেস্কে ময়ূরের পালক বা ময়ূরের প্রতীক বা ছবি রাখলে তা ইতিবাচক প্রভাব ফেলে জীবনে। সৌভাগ্যও বয়ে আনে।
Published at : 17 Apr 2023 11:14 AM (IST)
আরও দেখুন






















