এক্সপ্লোর
Zodiac Signs: দায়িত্ব পালন করতে পারেন না সকলে, সন্তানের অভিভাবক হিসেবে জুড়ি নেই রাশির জাতকদের
Parenting: সন্তানধারণ করতে পারেন যে কেউ। কিন্তু অভিভাবক হয়ে উঠতে পারেন না সকলে।
![Parenting: সন্তানধারণ করতে পারেন যে কেউ। কিন্তু অভিভাবক হয়ে উঠতে পারেন না সকলে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/d062ea755f12f54b01ebfd3819f731ab1680772459942338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি: পিক্সাবে।
1/12
![দায়দায়িত্ব নিয়ে ভয় থাকতে পারে মনে। দু’জনের সংসারে তৃতীয় জনকে নিয়ে মনের মধ্যে সংশয় কাজ করে। তাই সন্তান নেওয়ার ক্ষেত্রে ইতস্তত করেন অনেকেই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/9414a8f5b810972c3c9a0e2860c075327619b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দায়দায়িত্ব নিয়ে ভয় থাকতে পারে মনে। দু’জনের সংসারে তৃতীয় জনকে নিয়ে মনের মধ্যে সংশয় কাজ করে। তাই সন্তান নেওয়ার ক্ষেত্রে ইতস্তত করেন অনেকেই।
2/12
![সন্তান মানুষ করা মোটেই ছেলেখেলা নয়। তাই ভয় থাকা স্বাভাবিক। কিন্তু অনেকে আবার সহজেই উতরে যান। কোলে সন্তান পেয়েই জীবন পরিপূর্ণ হয়েছে বলে মনে করেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/edab7ba7e203cd7576d1200465194ea89a02f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সন্তান মানুষ করা মোটেই ছেলেখেলা নয়। তাই ভয় থাকা স্বাভাবিক। কিন্তু অনেকে আবার সহজেই উতরে যান। কোলে সন্তান পেয়েই জীবন পরিপূর্ণ হয়েছে বলে মনে করেন।
3/12
![এর নেপথ্যে রাশির সংযোগ কাজ করে বলে মত জ্যোতিষীদের। তাঁদের মতে, শিশুর সামনে শিশু হয়ে যান অনেকে। সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ হয়, তবে ভালমন্দের ফারাকও বুঝিয়ে দেন। তাই সন্তানের প্রিয় হয়ে ওঠেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/adaf0ad2e085c835a82b2f021fe236ae849be.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এর নেপথ্যে রাশির সংযোগ কাজ করে বলে মত জ্যোতিষীদের। তাঁদের মতে, শিশুর সামনে শিশু হয়ে যান অনেকে। সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ হয়, তবে ভালমন্দের ফারাকও বুঝিয়ে দেন। তাই সন্তানের প্রিয় হয়ে ওঠেন।
4/12
![কর্কট রাশির জাতকরা সাধারণ পরিবারকেন্দ্রিক হন। মুক্তমনা হওয়ায় বিধিনিষেধের গণ্ডিতে বেঁধে রাখেন না সন্তানকে। বরং সন্তানের সঙ্গে উষ্ণ, স্নেহের সম্পর্ক তাঁদের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/a269962fe1424e1ca3e68c328b9fed6198f03.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কর্কট রাশির জাতকরা সাধারণ পরিবারকেন্দ্রিক হন। মুক্তমনা হওয়ায় বিধিনিষেধের গণ্ডিতে বেঁধে রাখেন না সন্তানকে। বরং সন্তানের সঙ্গে উষ্ণ, স্নেহের সম্পর্ক তাঁদের।
5/12
![কর্কট রাশির জাতকরা একটি বিষয় খুব ভাল বোঝেন, তা হল, ভালবাসাই পরিবারকে বেঁধে রাখতে পারে এক সুতোয়। তাই সন্তানের জীবনে মা-বাবার ভালবাসা কতটা জরুরি, ভাল বোঝেন তাঁরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/64b8299d1597b8a5c7b9cb9c88642f6cd63e0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কর্কট রাশির জাতকরা একটি বিষয় খুব ভাল বোঝেন, তা হল, ভালবাসাই পরিবারকে বেঁধে রাখতে পারে এক সুতোয়। তাই সন্তানের জীবনে মা-বাবার ভালবাসা কতটা জরুরি, ভাল বোঝেন তাঁরা।
6/12
![বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়ায় যে কোনও সমস্যায় সন্তানের পাশে দাঁড়াতে পারেন। স্পর্শকাতর বিষয়গুলি বোঝেন। নাগপাশে বেঁধে ফেলে সন্তানকে দমবন্ধ করে রাখার পরিবর্তে, স্বাধীনতার অর্থ বোঝেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/85b6f89b41cae26786ac72365fff771ba97c6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়ায় যে কোনও সমস্যায় সন্তানের পাশে দাঁড়াতে পারেন। স্পর্শকাতর বিষয়গুলি বোঝেন। নাগপাশে বেঁধে ফেলে সন্তানকে দমবন্ধ করে রাখার পরিবর্তে, স্বাধীনতার অর্থ বোঝেন।
7/12
![মিথুন রাশির জাতকরা মনের ভাব প্রকাশ করতে জানেন ভাল ভাবে। শিশুর সঙ্গে শিশু সেজে খেলাধুলো হোক বা কেরিয়ার নিয়ে আলোচনা, সহজ হয়ে যায় সব কিছু।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/648b9906a614a4bb30c20591243c65ec486ee.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মিথুন রাশির জাতকরা মনের ভাব প্রকাশ করতে জানেন ভাল ভাবে। শিশুর সঙ্গে শিশু সেজে খেলাধুলো হোক বা কেরিয়ার নিয়ে আলোচনা, সহজ হয়ে যায় সব কিছু।
8/12
![শুধু তাই নয়, ছেলেমেয়ে একনাগাড়ে কথা বলে চললেও তা কখনও ঘ্যানঘ্যানে বলে মনে হয় না মিথুন রাশির জাতকদের। বরং সন্তানকে গুরুত্ব দিতে জানেন, কথা শুনতে জানেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/030d7e8e966169ab4c7f67c291c333f4ca3e8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শুধু তাই নয়, ছেলেমেয়ে একনাগাড়ে কথা বলে চললেও তা কখনও ঘ্যানঘ্যানে বলে মনে হয় না মিথুন রাশির জাতকদের। বরং সন্তানকে গুরুত্ব দিতে জানেন, কথা শুনতে জানেন।
9/12
![বৃষ রাশির জাতকরা মাটির মানুষ হন। সন্তানের সঙ্গে সহজ সরল সম্পর্ক হয়। সন্তানের ব্যক্তিগত জীবনকেও সম্মান করতে জানেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/e89666feb714ab9c3946f28f00c5d8c4713f5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বৃষ রাশির জাতকরা মাটির মানুষ হন। সন্তানের সঙ্গে সহজ সরল সম্পর্ক হয়। সন্তানের ব্যক্তিগত জীবনকেও সম্মান করতে জানেন।
10/12
![সহজ কথায় জীবনের জটিল সমীকরণ বোঝাতে সক্ষম বৃষ রাশির জাতকরা। সন্তান ভুল করলে বার বার সেই কথা স্মরণ করিয়ে দেওয়ার পরিবর্তে সন্তানকে ভাল মানুষ করে তোলাকেই প্রাধান্য দেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/db3a17f7bcac837ecc1fe2bc630a5473832f1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সহজ কথায় জীবনের জটিল সমীকরণ বোঝাতে সক্ষম বৃষ রাশির জাতকরা। সন্তান ভুল করলে বার বার সেই কথা স্মরণ করিয়ে দেওয়ার পরিবর্তে সন্তানকে ভাল মানুষ করে তোলাকেই প্রাধান্য দেন।
11/12
![কন্যা রাশির জাতকরা বাস্তববাদী হন। সন্তানকে তাই সে ভাবেই বড় করেন। নিজের জীবন থেকে শিক্ষা নিয়েই বড় করেন সন্তনকে। সিদ্ধান্ত নিতে শেখান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/ca538c343179bf0fbdfab6cd10469afd49ec3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কন্যা রাশির জাতকরা বাস্তববাদী হন। সন্তানকে তাই সে ভাবেই বড় করেন। নিজের জীবন থেকে শিক্ষা নিয়েই বড় করেন সন্তনকে। সিদ্ধান্ত নিতে শেখান।
12/12
![মা-বাবার ভালবাসা যে শিশুর বৃদ্ধির পরিপূরক তা বিলক্ষণ জানেন কন্যা রাশির জাতকরা। দুঃস্থকে সাহায্য করা, বিপদগ্রস্তের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা বোঝান সন্তানকে। ফলে সন্তানের কাছে তাঁরাই হয়ে ওঠেন আদর্শ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/134ce63057f068a219a0df338fb0b7234c04e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মা-বাবার ভালবাসা যে শিশুর বৃদ্ধির পরিপূরক তা বিলক্ষণ জানেন কন্যা রাশির জাতকরা। দুঃস্থকে সাহায্য করা, বিপদগ্রস্তের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা বোঝান সন্তানকে। ফলে সন্তানের কাছে তাঁরাই হয়ে ওঠেন আদর্শ।
Published at : 06 Apr 2023 03:14 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)