এক্সপ্লোর
Zodiac Signs: সমাজ-সংসারের চাপে পরতে হয় বেড়ি, আসলে বহুগামী সম্পর্ক পছন্দ এই রাশির জাতকদের
Polygamy: একজনের সঙ্গেই গোটা জীবন কাটিয়ে দেওয়া যায়। আবার একঘেয়ে বোধ করেন অনেকে। বহুগামিতার চল আজ থেকে নয়।
ছবি: পিক্সাবে।
1/11

বহুগামী সম্পর্কের রেওয়াজ আজকের নয় যদিও। একেবারে সূচনা পর্ব থেকেই এর অস্তিত্ব ছিল। সামাজিক রীতিনীতি, নৈতিক বোধ এবং সর্বোপরি ফলাফল বিবেচনা করে আজকাল গণ্ডির মধ্যে থাকতে শিখেছি আমরা।
2/11

কিন্তু তাই বলে কি বহুগামী সম্পর্কের রীতি উঠে গিয়েছে! মোটেই নয়, তবে বদলে গিয়েছে সমীকরণ। একের বেশি জনের সঙ্গে সম্পর্কে লিপ্ত হলেও, বিষয়টি আড়ালে-আবডালেই থেকে যায়।
Published at : 09 Apr 2023 03:51 PM (IST)
আরও দেখুন






















