এক্সপ্লোর
Zodiac Signs: আয়নায় চিড় ধরলে মাথায় আকাশই ভেঙে পড়ে এঁদের, একটু বেশিই কুসংস্কারাচ্ছন্ন হন এই রাশির জাতকরা
Astrology: আধুনিক শিক্ষায় শিক্ষিত, বিজ্ঞানমনস্ক মানুষ জনও কিছু জিনিস এড়িয়ে চলতে পারেন না। নিজের অজান্তেই সংস্কার বাসা বাঁধে মনে।
ছবি: পিক্সাবে।
1/10

যুগের সঙ্গে তাল মিলিয়ে যতই নিজেদের বিজ্ঞানমনস্ক বলে দাবি করি না কেন, কিছু সংস্কার বা কুসংস্কার থেকে মুক্ত হতে পারি না আমরা। ছোট ছোট কিছু জিনিস, যেমন গুরুত্বপূর্ণ কোনও কাজে যাওয়ার আগে শুভ রংয়ের পোশাক পরা, বা বিশেষ কোনও রং এড়িয়ে যাওয়া, এ সব চলতেই থাকে।
2/10

তবে কিছু মানুষ রয়েছেন যাঁরা কুসংস্কারের গ্রাস থেকে বেরোতে পারেন না। বিড়ালের রাস্তা পেরনো থেকে কুকুরের কান্না, সবেতেই ছ্যাঁৎ করে ওঠে এঁদের বুক। সবের মধ্যেই কিছু না কিছুর ইঙ্গিত খুঁজে পান এরা।
Published at : 23 Apr 2023 09:07 AM (IST)
আরও দেখুন






















