কোনও কাজকে হেঁয় করা ঠিক নয়। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ। শরীর নিয়ে সতর্ক থাকুন। নজর দিন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার দিকে।
2/12
নিজের চেনা ছন্দে চলতে গিয়ে কাউকে আঘাত না করে ফেলেন, সে বিষয়ে সতর্কতা প্রয়োজন। বাড়ি হোক বা কর্মস্থল, সবার কথা মন দিয়ে শোনার চেষ্টা করুন। বাড়িতে আসতে পারেন কাছের অতিথি।
3/12
কোনও সিদ্ধান্ত গ্রহণের আগে যথেষ্ট ভাবনাচিন্তা করে নিন। বাড়তে পারে কাজের চাপ। দৈনন্দিন ওষুধ খাওয়ার বিষয় থাকলে তা একদমই উপেক্ষা করবেন না, ফল হতে পারে মারাত্মক।
4/12
অপ্রয়োজনীয় বেশি অর্থ ব্যয়ের আশঙ্কা। তাই যেমন প্রয়োজন ও পকেটের জোর, সেই অনুযায়ী কেনাকাটা করাই স্রেয়। ভোগাতে পারে চোখের সমস্যা।
5/12
নিজের রোজের কাজের রুটিন বজায় রেখে চলুন, তাহলেই মানসিক ও শারীরিকভাবে তরতাজা থাকা যাবে। পরিবারের সঙ্গে সময় কাটান। ভোগাতে পারে দাঁতের সমস্যা।
6/12
যে কোনও পরিস্থিতি মানিয়ে নেওয়ার জন্য তৈরি থাকুন। বসের রুঢ় কথা মানসিক অস্বস্তির মধ্য়ে ফেলতে পারে। শিক্ষার্থীরা নিজেদের কাজে নজর দিন। শরীর হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ারও আশঙ্কা, সতর্ক থাকুন।
7/12
মাথা ঠান্ডা রেখে চলুন। অন্যথায় শরীরেও তাঁর প্রভাবের আশঙ্কা। হোটেল-ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভের মুখ দেখবেন। অল্প ব্যায়াম শরীর ও মেজাজ চাঙ্গা রাখতে সাহায্য করবে।
8/12
শুভ দিন। আপনাকে ঘিরে থাকা ব্যক্তিদেরও উৎসাহিত করুন। অংশীদারি ব্যবসায় যুক্ত থাকলে সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে চলুন। হালকা খাবার খান, ভোগাতে পারে ডিহাইড্রেশন।
9/12
কর্মক্ষেত্রে অস্বস্তি বিড়ম্বনা তৈরি করতে পারে। তাড়াহুড়োতে কোনও সিদ্ধান্ত নেবেন না।
10/12
রাগ এড়িয়ে চলুন, নাহলে মুশকিলে পড়তে পারেন। ব্যবহার ও ভাষাপ্রয়োগে সংযম প্রয়োজন। কোনও কাজ আটকে থাকলে সেরে ফেলুন।
11/12
ব্যর্থতা নিয়ে ভেবে ভেঙে পড়বেন না। চেষ্টা চালিয়ে গেলে সুফল আসবেই। যাতায়াতের ক্ষেত্রে সতর্ক থাকুন।