এক্সপ্লোর
Horoscope: কোন রাশির জাতক পরিশ্রমের ফল পাবেন, দেখুন আজকের রাশিফল
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/14/404b2bec552affaab9fa00eed121ef96_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
horoscope
1/12
![আজ পুরানো লগ্নি সুফল দেবে। বর্তমান পরিস্থিতি লক্ষ্য থেকে সরানোর চেষ্টা করতে পারে, কিন্তু মনোযোগ বজায় রাখতে হবে। অফিসে অপ্রিয় ঘটনা উদাসীনতা নিয়ে আসতে পারে। মেডিক্যাল সামগ্রীর ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হতে পারে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও দরুরি কাগজ নিয়ে সতর্ক থাকতে হবে। নৈরাশ্য প্রকাশ পেতে পারে। সতর্ক থাকুন। খাওয়া দাওয়ায় গাফিলতি করবেন না। বিবাহ যোগ্য হলে বিয়ের সম্বন্ধ নিয়ে কথাবার্তা চলতে পারে। তাড়াহুড়ো না করে সমস্ত দিক খতিয়ে দেখুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/11/0930b74ae240501bc379e20cd929088d7f275.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ পুরানো লগ্নি সুফল দেবে। বর্তমান পরিস্থিতি লক্ষ্য থেকে সরানোর চেষ্টা করতে পারে, কিন্তু মনোযোগ বজায় রাখতে হবে। অফিসে অপ্রিয় ঘটনা উদাসীনতা নিয়ে আসতে পারে। মেডিক্যাল সামগ্রীর ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হতে পারে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও দরুরি কাগজ নিয়ে সতর্ক থাকতে হবে। নৈরাশ্য প্রকাশ পেতে পারে। সতর্ক থাকুন। খাওয়া দাওয়ায় গাফিলতি করবেন না। বিবাহ যোগ্য হলে বিয়ের সম্বন্ধ নিয়ে কথাবার্তা চলতে পারে। তাড়াহুড়ো না করে সমস্ত দিক খতিয়ে দেখুন।
2/12
![আজ অসফলতা নিয়ে বেশি চিন্তার প্রয়োজন নেই। পরিশ্রম বৃথা যাবে না। অফিসে ষড়যন্ত্র নিয়ে সতর্ক থাকতে হবে। আপনার ভালো পারফরম্যান্স অন্যদের প্রভাবিত করতে পারে। ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। ধনলাভের প্রবল সম্ভাবনা। তরুণদের সৎসঙ্গের দিকে নজর দিতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে রক্তে ইনফেকশনের আশঙ্কা। সতর্ক থাকুন, সমস্যা বাড়লে চিকিৎসকের কাছে যান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/11/2f349c82dd4ccad8d1d29b617f7ee0f6fcaa2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ অসফলতা নিয়ে বেশি চিন্তার প্রয়োজন নেই। পরিশ্রম বৃথা যাবে না। অফিসে ষড়যন্ত্র নিয়ে সতর্ক থাকতে হবে। আপনার ভালো পারফরম্যান্স অন্যদের প্রভাবিত করতে পারে। ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। ধনলাভের প্রবল সম্ভাবনা। তরুণদের সৎসঙ্গের দিকে নজর দিতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে রক্তে ইনফেকশনের আশঙ্কা। সতর্ক থাকুন, সমস্যা বাড়লে চিকিৎসকের কাছে যান।
3/12
![আজকের দিন শুভফলদায়ক। এজন্য মনকে অধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত করলে ফল মিলবে। মনে ভক্তিভাব আনতে ভজন করতে পারেন, ধর্মগ্রন্থ পাঠ করতে পারেন। অধীনস্তর ওপর অপ্রয়োজনীয় চাপ বাড়াবেন না। ব্যবসায়ীদের কজকর্মে ব্যাঘাতের আশঙ্কা। তবে দীর্ঘদিন বকেয়া পেমেন্ট মিলতে পারে। আর্থিক দিক মজবুত হওয়ায় মন প্রসন্ন হবে। মহামারী নিয়ে সতর্ক থাকুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/11/16528abdf0de24f4c0c8c83e807158cec5ab4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজকের দিন শুভফলদায়ক। এজন্য মনকে অধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত করলে ফল মিলবে। মনে ভক্তিভাব আনতে ভজন করতে পারেন, ধর্মগ্রন্থ পাঠ করতে পারেন। অধীনস্তর ওপর অপ্রয়োজনীয় চাপ বাড়াবেন না। ব্যবসায়ীদের কজকর্মে ব্যাঘাতের আশঙ্কা। তবে দীর্ঘদিন বকেয়া পেমেন্ট মিলতে পারে। আর্থিক দিক মজবুত হওয়ায় মন প্রসন্ন হবে। মহামারী নিয়ে সতর্ক থাকুন।
4/12
![আজ সাহায্যের সুযোগ মিললে তা হাতছাড়া করবেন না। সরকারি চাকরির জন্য যাঁরা প্রচেষ্টা করছেন, শীঘ্রই সাফল্য মিলতে পারে। ব্যবসায়ীদের পক্ষে দিন নিরাশাজনক হতে পারে। ব্যবসা সম্পর্কে সতর্ক থাকতে হবে। বুটিক ও কসমেটিক ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। তরুণদের গুরুজনদের প্রতি শ্রদ্ধাবান থাকতে হবে। পড়ে গিয়ে চোট লাগার আশঙ্কা। সতর্ক থাকুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/11/86bdd14ae1be17fa0b62985e2ebd9d539efab.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ সাহায্যের সুযোগ মিললে তা হাতছাড়া করবেন না। সরকারি চাকরির জন্য যাঁরা প্রচেষ্টা করছেন, শীঘ্রই সাফল্য মিলতে পারে। ব্যবসায়ীদের পক্ষে দিন নিরাশাজনক হতে পারে। ব্যবসা সম্পর্কে সতর্ক থাকতে হবে। বুটিক ও কসমেটিক ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। তরুণদের গুরুজনদের প্রতি শ্রদ্ধাবান থাকতে হবে। পড়ে গিয়ে চোট লাগার আশঙ্কা। সতর্ক থাকুন।
5/12
![আজ নিজের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখুন। নাহলে হাসির খোরাক হয়ে উঠতে পারেন। কর্মস্থলে ভারসাম্য বজায় রেখে চলতে হবে। চাকরিতে বদলির সম্ভাবনা। কাজকর্মে বাধার আশঙ্কা। এ জন্য আঝ লগ্নি এড়িয়ে চলুন। ভাল কোন কাজের ফলে সম্মান বৃদ্ধি হতে পারে। তরুণদের বেশি চিন্তা না করে কাজে মনোনিবেশ করলেই ফল ভাল হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/11/0f97a58e56255e79030e9a3d61dc214cbee74.png?impolicy=abp_cdn&imwidth=720)
আজ নিজের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখুন। নাহলে হাসির খোরাক হয়ে উঠতে পারেন। কর্মস্থলে ভারসাম্য বজায় রেখে চলতে হবে। চাকরিতে বদলির সম্ভাবনা। কাজকর্মে বাধার আশঙ্কা। এ জন্য আঝ লগ্নি এড়িয়ে চলুন। ভাল কোন কাজের ফলে সম্মান বৃদ্ধি হতে পারে। তরুণদের বেশি চিন্তা না করে কাজে মনোনিবেশ করলেই ফল ভাল হবে।
6/12
![আজ মানসিক দিক থেকে শক্তিশালী থাকতে হবে। কর্মস্থলে উচ্চ পদাধিকারী আপনার কাছে অনেক কিছু আশা করেন. এজন্য এমন কোনও কাজ করবেন না, যা তাঁকে নিরাশ করে। অনলাইন ব্যবসায়ীদের ভালো সুযোগ মিলবে। তরুণরা গুরুজনদের কথা শুনে চললে সুফল পাবেন। ছোটদের সঙ্গেও স্নেহপূর্ণ ব্যবহার করুন। স্বাস্থ্য ভালো রাখতে ভোরে ঘুম থেকে উঠে যোগ ও প্রাণায়াম করুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/11/7e22ecc398faf23892b59adbe984630ed6975.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ মানসিক দিক থেকে শক্তিশালী থাকতে হবে। কর্মস্থলে উচ্চ পদাধিকারী আপনার কাছে অনেক কিছু আশা করেন. এজন্য এমন কোনও কাজ করবেন না, যা তাঁকে নিরাশ করে। অনলাইন ব্যবসায়ীদের ভালো সুযোগ মিলবে। তরুণরা গুরুজনদের কথা শুনে চললে সুফল পাবেন। ছোটদের সঙ্গেও স্নেহপূর্ণ ব্যবহার করুন। স্বাস্থ্য ভালো রাখতে ভোরে ঘুম থেকে উঠে যোগ ও প্রাণায়াম করুন।
7/12
![আজ ভবিষ্যতের সাফল্যের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরির জন্য পরিশ্রম করুন। রিকভারির কাজ যাঁরা করেন, তাঁদের ভালো লাভ হতে পারে। পরিশ্রমের মাধ্যমে লক্ষ্য পূরণের চেষ্টা করুন। অফিসে সহকর্মীর অনুপস্থিতিতে কাজের দায়িত্ব বাড়তে পারে। ব্যবসায়ীরা পণ্যের গুণমান নিয়ে সতর্ক থাকুন। তরুণদের যাতায়াতের নিয়ম মেনে চলতে হবে। লঙ্ঘন করলে জরিমানার মুখে পড়তে হতে পারে। ক্লান্তি এড়িয়ে চলুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/11/9591b294f6c6f87643595fc6628493f419353.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ ভবিষ্যতের সাফল্যের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরির জন্য পরিশ্রম করুন। রিকভারির কাজ যাঁরা করেন, তাঁদের ভালো লাভ হতে পারে। পরিশ্রমের মাধ্যমে লক্ষ্য পূরণের চেষ্টা করুন। অফিসে সহকর্মীর অনুপস্থিতিতে কাজের দায়িত্ব বাড়তে পারে। ব্যবসায়ীরা পণ্যের গুণমান নিয়ে সতর্ক থাকুন। তরুণদের যাতায়াতের নিয়ম মেনে চলতে হবে। লঙ্ঘন করলে জরিমানার মুখে পড়তে হতে পারে। ক্লান্তি এড়িয়ে চলুন।
8/12
![আজ কাজের প্রতি ফোকাস থাকতে হবে। চাকরি সংক্রান্ত কোনও বিগড়ে যাওয়া ঘটনা শান্ত থেকে সমাধানের চেষ্টা করতে হবে। টেলিকমিউনিকেশন ব্যবসায়ীরা ভালো লাভ পেতে পারেন। তরুণরা কেরিয়ারে ভবিষ্যতের পরিস্থিতি চিন্তা করে সিদ্ধান্ত নিন। স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থায় কোনও গাফিলতি নয়। পরিবারে যে সম্পর্কে জটিলতা রয়েছে, তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। বন্ধু ও আত্মীয়দের সঙ্গে ফোনে কথা বলে সম্পর্ক গভীর করুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/11/5bdfd4e77a1638a9aeb9ac73c490f78e400b9.png?impolicy=abp_cdn&imwidth=720)
আজ কাজের প্রতি ফোকাস থাকতে হবে। চাকরি সংক্রান্ত কোনও বিগড়ে যাওয়া ঘটনা শান্ত থেকে সমাধানের চেষ্টা করতে হবে। টেলিকমিউনিকেশন ব্যবসায়ীরা ভালো লাভ পেতে পারেন। তরুণরা কেরিয়ারে ভবিষ্যতের পরিস্থিতি চিন্তা করে সিদ্ধান্ত নিন। স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থায় কোনও গাফিলতি নয়। পরিবারে যে সম্পর্কে জটিলতা রয়েছে, তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। বন্ধু ও আত্মীয়দের সঙ্গে ফোনে কথা বলে সম্পর্ক গভীর করুন।
9/12
![সামাজিক কাজকর্মে যোগ দিন। যশ মিলবে। গবেষণার সঙ্গে যুক্তরা কোনও ধরনের তাড়াহুড়ো করবেন না। বকেয়া কোন কাজ সম্পূর্ণ করার চেষ্টা করুন, উদ্দেশ্য সাধন হতে পারে। যদি কোন কারণে কারোর সঙ্গে মতবিরোধ হয় নতি স্বীকার করাই ভাল। ব্যবসায় শুভ ফল লাভ। নতুন ব্যবসা শুরু করতে হলে, সতর্কতার সঙ্গে করতে হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/11/3897cad9f460a5e13e23abb49d02cde9c42cf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সামাজিক কাজকর্মে যোগ দিন। যশ মিলবে। গবেষণার সঙ্গে যুক্তরা কোনও ধরনের তাড়াহুড়ো করবেন না। বকেয়া কোন কাজ সম্পূর্ণ করার চেষ্টা করুন, উদ্দেশ্য সাধন হতে পারে। যদি কোন কারণে কারোর সঙ্গে মতবিরোধ হয় নতি স্বীকার করাই ভাল। ব্যবসায় শুভ ফল লাভ। নতুন ব্যবসা শুরু করতে হলে, সতর্কতার সঙ্গে করতে হবে।
10/12
![আজ কোনও কাজে তাড়াহুড়ো করবেন না। এমন হলে বিপরীত ফল দেখা দিতে পারে। ধৈর্য্য ধরে কাজ করুন। শত্রুপক্ষ আজ আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। প্রতিভার বিকাশে নিরন্তর পরিশ্রম করুন। স্বাস্থ্যের ক্ষেত্রে দিন ভালো যাবে। রোগমুক্তির সম্ভাবনা। এতে মন প্রসন্ন থাকবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/11/1c2d5d0d0423f01eb4989c74280645cbd3c2d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ কোনও কাজে তাড়াহুড়ো করবেন না। এমন হলে বিপরীত ফল দেখা দিতে পারে। ধৈর্য্য ধরে কাজ করুন। শত্রুপক্ষ আজ আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। প্রতিভার বিকাশে নিরন্তর পরিশ্রম করুন। স্বাস্থ্যের ক্ষেত্রে দিন ভালো যাবে। রোগমুক্তির সম্ভাবনা। এতে মন প্রসন্ন থাকবে।
11/12
![আজ, ইতিবাচক উৎসাহ নিয়ে প্রতিকূলতাগুলির বিরুদ্ধে দাঁড়াতে হবে। অফিসের কাজকর্মে কোনও অবহেলা প্রদর্শন করবেন না। অন্যথায় বিশেষত সরকারি কাজে আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে। উচ্চ আধিকারিকদের সাথে ভাল যোগাযোগ রাখতে হবে। অদূর ভবিষ্যতে আপনি ভাল সুযোগ পাবেন। ব্যবসায়ীদের ভালো লাভের সম্ভাবনা। অভিভাবকদের তরুণদের প্রতি নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে, যাতে কুসঙ্গে না পড়ে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/11/708fc08bbce1aed1a7369412d292af19e3b82.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ, ইতিবাচক উৎসাহ নিয়ে প্রতিকূলতাগুলির বিরুদ্ধে দাঁড়াতে হবে। অফিসের কাজকর্মে কোনও অবহেলা প্রদর্শন করবেন না। অন্যথায় বিশেষত সরকারি কাজে আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে। উচ্চ আধিকারিকদের সাথে ভাল যোগাযোগ রাখতে হবে। অদূর ভবিষ্যতে আপনি ভাল সুযোগ পাবেন। ব্যবসায়ীদের ভালো লাভের সম্ভাবনা। অভিভাবকদের তরুণদের প্রতি নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে, যাতে কুসঙ্গে না পড়ে।
12/12
![আজ সম্মান-প্রতিষ্ঠার ভালো সুযোগ মিলতে পারে। এ জন্য মন প্রসন্ন থাকবে। কর্মস্থলে দীর্ঘ সময়ের কোনও পরিশ্রমের ফল মিলতে পারে। আটতে থাকা কাজ সমাধা হতে পারে। উচ্চ পদাধিকারীদের সঙ্গে সম্পর্কে থাকুন। তাঁদের কথা অনুযায়ী কাজ করুন। কোনও ভুল পদক্ষেপের সুযোগ রাখবেন না। ব্যবসার ক্ষেত্রে মন্দার আশঙ্কা। সেজন্য স্টক নিয়ে সতর্ক থাকুন। তরুণরা পরিশ্রমের মাধ্যমে মনোমতো ফল পাবেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/11/71bb6baaa23be477c2e9bf08914d0e3712382.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ সম্মান-প্রতিষ্ঠার ভালো সুযোগ মিলতে পারে। এ জন্য মন প্রসন্ন থাকবে। কর্মস্থলে দীর্ঘ সময়ের কোনও পরিশ্রমের ফল মিলতে পারে। আটতে থাকা কাজ সমাধা হতে পারে। উচ্চ পদাধিকারীদের সঙ্গে সম্পর্কে থাকুন। তাঁদের কথা অনুযায়ী কাজ করুন। কোনও ভুল পদক্ষেপের সুযোগ রাখবেন না। ব্যবসার ক্ষেত্রে মন্দার আশঙ্কা। সেজন্য স্টক নিয়ে সতর্ক থাকুন। তরুণরা পরিশ্রমের মাধ্যমে মনোমতো ফল পাবেন।
Published at : 11 May 2021 07:09 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)