Ghola News: রাতের অন্ধকারে বোজানো হচ্ছিল পুকুর | বাসিন্দাদের নিয়ে কাজ বন্ধ করলেন প্রধান | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: রাতের অন্ধকারে বোজানো হচ্ছিল পুকুর । খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের নিয়ে কাজ বন্ধ করে দিলেন প্রধান। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ঘোলায়। ঘোলা থানার পুলিশ জানিয়েছে, তিনটি মাটি কাটার যন্ত্র আটক করা হয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে।
বাঘাযতীন, বাগুইআটি, ট্যাংরা, বিধাননগর, তপসিয়ার পর এবার এন্টালি, যত দিন যাচ্ছে, হেলে পড়া বহুতলের তালিকা লম্বা হচ্ছে
বাঘাযতীন, বাগুইআটি, ট্যাংরা, বিধাননগর, তপসিয়ার পর এবার এন্টালি। যত দিন যাচ্ছে, হেলে পড়া বহুতলের তালিকা লম্বা হচ্ছে। এবার কলকাতা পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডের ছাতুবাবু লেনে হেলে পড়ল ৩টি বহুতল। স্থানীয়দের অভিযোগ, জলাভূমি বুজিয়ে বছর তিনেক আগে তৈরি হয় তিনের মধ্যে দুটি বহুতল। শুধু তাই নয়, একটি বহুতলের উপরে ৬ মাস আগে তৈরি হয় আরও ৩টি তলা। তিন-তিনটি বহুতল হেলে পড়ার ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা। প্রোমোটারদের বিরুদ্ধে নিয়ম না মানার অভিযোগ তুলেছেন স্থানীয়রা।




















