Bankura News: বাঁকুড়ার রানিবাঁধে এক জন্তুর পায়ের ছাপ ঘিরে রহস্য় ! খতিয়ে দেখছে বন দফতর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ফের বেলপাহাড়িতে বাঘের আতঙ্ক। মাইকে প্রচার করে সতর্ক করা হচ্ছে স্থানীয়দের। বন দফতরের সূত্রে দাবি, অতি দ্রুত স্থান পরিবর্তন করছে বাঘটি। চিন্তার বিষয় হল বাঘটির গলায় রেডিও কলার না থাকায় সমস্য়া হচ্ছে অবস্থান বুঝতে। অন্য়দিকে বাঁকুড়ার রানিবাঁধে এক জন্তুর পায়ের ছাপ ঘিরে তৈরি হয়েছে রহস্য়। কীসের পায়ের ছাপ তা খতিয়ে দেখছে বন দফতর।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্য়ে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে কলকাতা
প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্য়ে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে কলকাতা। গতবছর প্রজাতন্ত্র দিবসে, রেড রোডে আড়াই হাজার পুলিশ কর্মী মোতায়েন ছিলেন। রেড রোডকে ১৭টি জোন ও ১২৫টি সেক্টরে ভাগ করা হয়েছিল। রেড রোডে ছিলেন ২২ জন ডেপুটি কমিশনার ও ৪২ জন অ্য়াসিস্ট্য়ান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক। রেড রোডে ২ হাজার ৫০০ পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল।রেড রোডকে ১৭টি জোন ও ১২৫টি সেক্টরে ভাগ করা হয়েছিল।রেড রোডের দায়িত্বে ছিলেন কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল।রেড রোডে কর্তব্যরত ছিলেন ২২ জন ডেপুটি কমিশনার ও ৪২ জন অ্য়াসিস্য়ান্ট কমিশনার পদ মর্যাদার আধিকারিক।তাঁদের অধীনে ছিলেন অ্য়াসিস্য়ান্ট সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, সার্জেন্ট ও কনস্টেবল সহ অন্য়ান্য় পুলিশ কর্মী।


















