এক্সপ্লোর
Astrology Tips: দরজার বাইরে ডাঁই করে রাখেন চটি-জুতো? সিঁড়ির নীচেই রয়েছে Shoe Rack? নেতিবাচক প্রভাব পড়তে পারে জীবনে, কী করণীয় জানুন
Vastu for Shoes: জ্যোতিষচর্চা করেন যাঁরা, তাঁদের মতে, কিছু নিয়মকানুন মেনে চললে জীবনে সবকিছু ঠিকঠাক চলবে। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

ভাগ্যচর্চা করেন যাঁরা, দৈনন্দিন সবকিছুর উপরই নজর থাকে তাঁদের। পায়ে পরার জুতো-চটিও এর অন্তর্ভুক্ত। কোন রংয়ের জুতো পরছেন, জুতো কী ভাবে খুলে রাখছেন, সবকিছুর সঙ্গেই ভাগ্যযোগ রয়েছে বলে মত তাঁদের।
2/10

জুতো তাড়াতাড়ি ছিঁড়ে গেলে বা ক্ষয়ে গেলে শনির প্রকোপ বলে ধরা হয়। জ্যোতিষচর্চা করেন যাঁরা, তাঁদের মতে, ছিঁড়ে যাওয়া জুতো-চটি বাড়িতে না রেখে, দ্রুত ফেলে দেওয়া উচিত।
Published at : 05 Apr 2025 10:15 AM (IST)
আরও দেখুন






















