এক্সপ্লোর
Daily Astrology: প্রেমে সুখের সময়, কাউকে আবার থাকতে হবে সাবধানে; বৃহস্পতিবার কী আছে আপনার ভাগ্যে ?
Horoscope For Thursday : মেষ থেকে মীন, কেমন কাটবে বৃহস্পতিবার দিন ?
প্রতীকী ছবি
1/12

মেষ রাশি (Aries Horoscope)- হঠাৎ করে ধন লাভ হতে পারে। অলস লাগতে পারে। শরীরে মরসুমি রোগের প্রভাব পড়তে পারে। কেরিয়ারের জন্য পরিশ্রম করতে হবে। তাতে সাফল্য পাবেন। প্রেমে সুখের সময়। পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় যাত্রায় যেতে পারেন। মা-বাবার ভরপুর ভালবাসা পাবেন।
2/12

বৃষ রাশি (Taurus Horoscope)- পরিবারের সঙ্গে কোনও মাঙ্গলিক কাজে সামিল হতে পারেন। কলা ও সাহিত্যের সঙ্গে জড়িতদের দিনটা ভাল যাবে। শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করলে লাভবান হতে পারেন। প্রেমে সম্পর্ক মজবুত থাকবে। স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া উচিত, মাথাব্যথা বা পাঁজরে ব্যথা সম্পর্কিত যে কোনও সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে। স্ত্রীর দিক থেকে আপনার মন খুশি থাকবে।
Published at : 13 Dec 2023 10:42 PM (IST)
আরও দেখুন






















