এক্সপ্লোর
Love At First Sight: দেখেশুনে বিয়ের ক্ষেত্রেও 'প্রথম দর্শনে প্রেমের' তত্ত্ব আঁকড়ে ধরে এই রাশির জাতকরা
Love At First Sight : কিছু রাশির জাতক-জাতিকা, জীবনে এই অদ্ভুত মুহূর্তের সাক্ষী থাকতে প্রবল ইচ্ছুক থাকে। এমনই বলে জ্যোতিষশাস্ত্র
প্রতীকী ছবি
1/10

প্রথম দর্শনেই প্রেম। আজ থেকে নয়, যুগ যুগ ধরে চলে আসছে এই প্রবণতা। দুই নারী-পুরুষের মধ্যে এ এমন এক তাৎক্ষণিক সংযোগ তৈরি করে যে, সমস্ত যুক্তি দূরে সরিয়ে একে অপরকে হৃদয় দিয়ে বসে দু'জনে। প্রেমে পড়ে।
2/10

কিছু রাশির জাতক-জাতিকা, জীবনে এই অদ্ভুত মুহূর্তের সাক্ষী থাকতে প্রবল ইচ্ছুক থাকে। এমনই বলে জ্যোতিষশাস্ত্র। অ্যারেঞ্জড ম্যারেজের মধ্যেও তারা, প্রথম দর্শনেই প্রেমে পড়ার ইচ্ছা হৃদয়ে বয়ে নিয়ে বেড়ায়।
Published at : 14 Nov 2023 01:36 PM (IST)
আরও দেখুন






















