এক্সপ্লোর
Shani Dev 2024: শনির কৃপায় চমকাবে ভাগ্য, ২০২৪-এ চাকরি-ব্যবসা সবেতেই শুধু লাভ আর লাভ !
Astrology: শনি বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছে এবং ২০২৫ সাল পর্যন্ত এই রাশিতেই থাকবে।

শনি দেব
1/10

২০২৪ সাল শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। কুম্ভ রাশিতে থাকার কারণে আগামী বছরে শনি কেন্দ্র ত্রিকোণ রাজযোগ গঠন করতে চলেছে। এই রাজযোগ কিছু রাশির জাতকের ভাল হতে চলেছে।
2/10

শনি বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছে এবং ২০২৫ সাল পর্যন্ত এই রাশিতেই থাকবে। এই সময়কালে, শনি উদীয়মান এবং অস্তগামী অবস্থায় থাকবে।
3/10

২০২৪ সালে কিছু রাশির জাতক খুবই ভাগ্যবান হতে চলেছেন। পরের বছরে তাঁরা কেন্দ্রীয় ত্রিকোণ রাজযোগের সুবিধা পাবেন। আসুন জেনে নিই এই সৌভাগ্যবান রাশিগুলি সম্পর্কে।
4/10

মেষ- মেষ রাশির জন্য খুবই ভাল হতে চলেছে এই কেন্দ্র ত্রিকোণ রাজযোগ। আপনার আত্মবিশ্বাস বাড়বে। চাকরি-ব্যবসায় লাভ। আটকে থাকা সব কাজ শেষ হবে।
5/10

মেষ- আপনার জীবন খুশিতে ভরে যাবে। আগের থেকে ২০২৪ সালে আর্থিক পরিস্থিতিও ভাল হবে। একাধিক সাফল্য পাবেন মেষ রাশির জাতকরা।
6/10

মিথুন- কেন্দ্র ত্রিকোণ রাজযোগের প্রভাবে নতুন বছরে খুবই লাভবান হতে চলেছেন মিথুন রাশির জাতকরা। ব্যবসায় বৃদ্ধি। চাকরিতে প্রোমোশন পেতে পারেন। আয় বাড়তে পারে।
7/10

মিথুন - আটকে থাকা ধন ফিরে পাবেন। কেরিয়ারে লাভবান হবেন। শনির কৃপায় আপনার ভাগ্য নতুন বছরে কার্যত চমকাবে।
8/10

সিংহ - কেন্দ্র ত্রিকোণ রাজযোগে লাভবান হবেন সিংহ রাশির জাতকরা। ২০২৪ সালে পাবেন সাফল্য। আগের অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন। কোনও যাত্রায় যেতে পারেন।
9/10

সিংহ - নতুন বছরে ভাগ্যে রয়েছে ধন-সম্পত্তি প্রাপ্তি। এই রাজযোগের প্রভাবে আপনার আর্থিক পরিস্থিতি ভাল হবে। কেরিয়ারে রয়েছে উন্নতি ।
10/10

ডিসক্লেমার : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।
Published at : 19 Dec 2023 03:23 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
