এক্সপ্লোর
Shani Dhaiya : জিলিপির প্যাঁচের মতো ঘিরে ধরবে সমস্যা, ২০২৫ এই শুরু ২ রাশির আড়াইবছরের যন্ত্রণা
শনির ধইয়ার প্রভাব একটি রাশিতে আড়াই বছর স্থায়ী হয় এবং এই সময়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।
২০২৫ এই শুরু ২ রাশির আড়াইবছরের যন্ত্রণা
1/8

গ্রহের গমনের দৃষ্টিকোণ থেকে ২০২৫ সাল খুবই গুরুত্বপূর্ণ । এই বছর ন্যায়বিচার ও কর্মের দেবতা শনির গোচর হবে। যখন শনি তার রাশি পরিবর্তন করে, তখন থেকেই বদলে যাবে সাড়ে সাতি । ধইয়ার হিসেবও বদলে যাবে।
2/8

৩০ বছর অন্তর পর শনি রাশি একটি রাশিতে ফিরে আসে। আড়াই বছর পর কুম্ভ থেকে মীনে পা রাখবেন গ্রহদেবতা। জ্যোতিষী অনীশ ব্যাসের মতে, ন্যায়ের দেবতা শনি মহারাজ ২৯শে মার্চ কুম্ভ রাশি ত্যাগ করবেন । তারপর রাত ১১:০১ মিনিটে মীন রাশিতে প্রবেশ করবেন।
Published at : 19 Feb 2025 07:09 AM (IST)
আরও দেখুন






















