এক্সপ্লোর
Shani Astrology: এদের শরণ নিলে ছুঁতে পারবে না শনির প্রকোপ! সাড়েসাতি-ধইয়াতেও লাঘব হবে কষ্ট
Shanidev Astro: কিছু দেবতার আশীর্বাদ ধন্য হলে শনির কুপিত দৃষ্টি খুব বেশি কষ্ট দেয় না
নিজস্ব চিত্র
1/9

শনিদেবকে বিচারের দেবতা বলে মানা হয়। প্রচলিত বিশ্বাস রয়েছে, সবার সকল কর্মের উপর প্রখর দৃষ্টি থাকে শনিদেবের, সেই মতো ফল প্রদান করেন তিনি। শনিদেবের নামেই যুগপৎ ভয় ও সম্ভ্রম থাকে যে কোনও মানুষের মনে।
2/9

কিন্তু শনির কোপ এড়ানোর জন্য কিছু দেবতার শরণে নেওয়ার কথাও রয়েছে। বিশ্বাস করা হয়, কিছু কিছু দেবতার ভক্তদের উপর সেভাবে কুপিত হন না শনি। সেই বিশেষ কিছু দেবতার শরণ নিলে শনির কোপ অনেকটাই এড়ানো যায়।
Published at : 27 Sep 2024 09:50 AM (IST)
আরও দেখুন






















