এক্সপ্লোর
Shani Effect : শনির সবথেকে বড় পরিবর্তন আজই, তার জেরে কোন কোন রাশির ভাগ্যে ধামাকা ?
Astrology News : বড় পরিবর্তন হচ্ছে আপনার ভাগ্যে। পশ্চাৎপদে হাঁটছেন শনিগ্রহ। ১২ রাশির ভবিষ্যৎ কোনদিকে গড়াবে ?

কোন কোন রাশির ভাগ্যে ধামাকা ?
1/12

মেষ রাশি (Mesh Rashi) সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়ার সম্ভাবনা। কোনও পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হতে পারে। কোনও কাজ পূর্ণ হবে। তার খুশি থাকবে মনে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। নয়তো এর জন্য আপনাকে পস্তাতে হতে পারে।
2/12

বৃষ রাশি (Brisha Rashi) সময়ের কাজ সময়ে না হওয়ায় মানসিক সমস্যায় পড়তে হতে পারে। ভাই বা বোনের থেকে কোনও সাহায্য চাইলে কাল তা পেয়েও যেতে পারেন। ব্যবসায় উন্নতির সম্ভাবনা। মিলতে পারে চাকরির খবরও। বৃষ রাশির জাতক ব্যবসায়ীরা যদি ব্যবসায় কোনও বদল আনেন, সমস্যা বাড়তে পারে আপনার। স্বাস্থ্য খারাপ হতে পারে, তাই চিন্তায় থাকবেন।
3/12

মিথুন রাশি (Mithun Rashi) পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। মোটের উপর ভাল কাটবে কালকের দিন। কাল লাভ হওয়ারও সম্ভাবনা। পুরনো কোনও ভুল থেকে শিক্ষা নিলে ভাল। মায়ের কোনও পুরনো রোগ আবার মাথাচাড়া দিতে পারে। ভ্রমণ চলাকালীন কোনও ব্যবসা সংক্রান্ত তথ্য পতে পারেন। আগন্তুকদের থেকে প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখা দরকার। নয়তো আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে কেউ।
4/12

কর্কট রাশি (Karkat Rashi) পরিবারের মান-সম্মান বাড়বে। বড় কোনও সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে হতে পারে। মাকে কোনও প্রতিশ্রুতি দিয়ে থাকলে তা সময়ে পুরো করার চেষ্টা করুন। কর্কট রাশির জাতক-জাতিকাদের শনিবার মান-সম্মান বৃদ্ধির যোগ রয়েছে। আইনি মামলায় জয়ের সম্ভাবনা। কোনও বিশেষ কাজে বাইরে যেতে হতে পারে আপনাকে।
5/12

সিংহ রাশি (Singha Rashi) বসের থেকে কোনও খারাপ কথা শুনতে হতে পারে। তবে তার প্রত্যুত্তর নয়। চুপ থাকাতেই মঙ্গল। বোনেদের সঙ্গে মতানৈক্য ? শনিবার থেকে মিটে যাওয়ার সম্ভাবনা। কারো থেকে গাড়ি চেয়ে নিয়ে যাবেন না। রাস্তায় সে গাড়ি খারাপ হওয়ার সমূহ সম্ভাবনা। ফলে বাড়বে খরচের পরিমাণ।
6/12

কন্যা রাশি (Kanya Rashi) ছদ্মবেশী মহিলা-বন্ধুর থেকে সতর্ক থাকতে বলছে আপনার রাশিফল। কাজে ব্যাঘাত হতে পারে। কোনও গবেষণামূলক কাজে অংশ নিতে চাইলে আপনার দিন ভাল কাটবে। নিজের ভবিষ্যৎ কাজের পরিকল্পনা করে চলতে হবে আপনাকে।
7/12

তুলা রাশি (Tula Rashi) ব্যবসায় মনমতো লাভ পাবেন, খুশিও হবে অন্তহীন। সন্তানের উপর গর্ব অনুভব করবেন। কোনও পুরস্কার পেতে পারে আপনার সন্তান। ব্যবসায় বদল করতে চাইলে বহু ভেবেচিন্তে করুন। কোনও কাজের দরুণ বাইরে ভ্রমণ করতে হতে পারে। গাড়ি চালানোর সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা ভীষণই জরুরি।
8/12

বৃশ্চিক রাশি (Vrishchik Rashi) আর্থিক দিক থেকে ভালো কাটবে কালকের দিন। যে কাজে হাত দেবেন, সে কাজেই সফলতা প্রাপ্তির সম্ভাবনা। বাইরের লোকের উপর ভরসা করবেন না। ধোঁকা খেতে পারেন। পৈতৃক সম্পত্তি থেকে প্রাপ্তি হতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন।
9/12

ধনু রাশি (Dhanu Rashi) অযথা কারো সঙ্গে ঝগড়া করবেন না। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাকে এড়িয়ে চলবেন না। নাহলে বড় সমস্যায় পড়তে পারেন। আপনার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করতে পারে। কাউকে অনেক টাকা ধার দিয়েছেন বা দেবেন ভাবছেন ? ফিরে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।
10/12

মকর রাশি (Makar Rashi) মন দ্বিধাগ্রস্ত থাকবে। ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিলে ভাল থাকবে মন। কোনও ঝুঁকিপূর্ণ কাজ করা থেকে বিরত থাকুন । নেতিবাচক সংবাদ পেতে পারেন। চাকরি ক্ষেত্রেও আপনার কাজ নিয়ে নানারকম চর্চা চলবে।
11/12

কুম্ভ রাশি (Kumbh Rashi) ভাল কাটবে কুম্ভ রাশির দিন। কোনও বিশেষ কাজে স্বল্পদূরত্বের ভ্রমণ করতে হতে পারে আপনাকে। বিরোধীদের ক্ষতি করার চেষ্টা থেকে বাঁচুন। চোখ-কান খোলা রাখুন। কোনও বিশেষ ব্যক্তির থেকে ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা কাল। আশপাশের লোকজনের থেকে সাবধান থাকতে হবে।
12/12

মীন রাশি (Meen Rashi) ঝগড়াঝাঁটি থেকে দূরে থাকুন। স্বাস্থ্যের সমস্যা দূর হবে। ধনপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে ভাল কাজের দরুণ উচ্চপদস্থ আধিকারিকের নজরে পড়বেন। ভবিষ্যতের জন্য লাভ হতে পারে ভাল। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে।
Published at : 29 Jun 2024 02:23 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খুঁটিনাটি
জেলার
Advertisement
ট্রেন্ডিং
