এক্সপ্লোর
Shani Effect : শনির সবথেকে বড় পরিবর্তন আজই, তার জেরে কোন কোন রাশির ভাগ্যে ধামাকা ?
Astrology News : বড় পরিবর্তন হচ্ছে আপনার ভাগ্যে। পশ্চাৎপদে হাঁটছেন শনিগ্রহ। ১২ রাশির ভবিষ্যৎ কোনদিকে গড়াবে ?
কোন কোন রাশির ভাগ্যে ধামাকা ?
1/12

মেষ রাশি (Mesh Rashi) সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়ার সম্ভাবনা। কোনও পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হতে পারে। কোনও কাজ পূর্ণ হবে। তার খুশি থাকবে মনে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। নয়তো এর জন্য আপনাকে পস্তাতে হতে পারে।
2/12

বৃষ রাশি (Brisha Rashi) সময়ের কাজ সময়ে না হওয়ায় মানসিক সমস্যায় পড়তে হতে পারে। ভাই বা বোনের থেকে কোনও সাহায্য চাইলে কাল তা পেয়েও যেতে পারেন। ব্যবসায় উন্নতির সম্ভাবনা। মিলতে পারে চাকরির খবরও। বৃষ রাশির জাতক ব্যবসায়ীরা যদি ব্যবসায় কোনও বদল আনেন, সমস্যা বাড়তে পারে আপনার। স্বাস্থ্য খারাপ হতে পারে, তাই চিন্তায় থাকবেন।
Published at : 29 Jun 2024 02:23 PM (IST)
আরও দেখুন






















