এক্সপ্লোর
Shani Jayanti : আজ শনি জয়ন্তীতে ‘মহাসংযোগ' ! বেতনবৃদ্ধি থেকে পদোন্নতি, মোটা হবে পার্স, ৩ রাশির দারুণ সুসময়
shani jayanti 2025 : এই বছর শনি জয়ন্তী ২৭ মে, মঙ্গলবার । এর সঙ্গে তৈরি হয়েছে ভৌমবতী অমাবস্যার সংযোগ । সঙ্গে তৃতীয় বড় মঙ্গলও রয়েছে।
আজ শনি জয়ন্তীতে ‘মহাসংযোগ'
1/8

আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই বছরের শনি জয়ন্তীর দিনটি অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হচ্ছে। বিশ্বাস করা হয় যে, শনি জয়ন্তীতে যারা বিধি মেনে শনি দেবের পুজো করে তাদের সব কাজ সুন্দরভাবে হয় এবং শুভ ফল প্রাপ্তি হয়।
2/8

শনি জয়ন্তীতে যে বিরল সংযোগ তৈরি হয়েছে, তা থেকে কোনও কোনও রাশি উপকৃত হবেন। পাবেন চাকরি, টাকাপয়সা, পারিবারিক সুখ। শনি জয়ন্তী প্রতি বছর জ্যৈষ্ঠ অমাবস্যায় পালিত হয়।
3/8

এই বছর শনি জয়ন্তী ২৭ মে, মঙ্গলবার । এর সঙ্গে তৈরি হয়েছে ভৌমবতী অমাবস্যার সংযোগ । সঙ্গে তৃতীয় বড় মঙ্গলও রয়েছে।
4/8

শনি জয়ন্তীর দিন সুকর্মা যোগ, দ্বিপুষ্কর যোগ এবং সর্বার্থসিদ্ধি যোগ গঠিত হচ্ছে, যার সুফল কিছু রাশির জাতক-জাতিকারা স্বাস্থ্য, আর্থিক এবং শারীরিকভাবে পাবেন।
5/8

বৃষ রাশি - শনি জয়ন্তী থেকে বৃষ রাশির জাতক-জাতিকাদের সোনালী সময় শুরু হতে চলেছে। ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। চাকরিতে উন্নতি পাবেন অনেকে। ব্যবসা করার জন্য ভালো সময়। ব্যবসায়ও ভাল হবে। পদ-প্রতিষ্ঠা পাওয়া যাবে।
6/8

মিথুন রাশি - শনি জয়ন্তী থেকে মিথুন রাশির জাতক-জাতিকারা পরিশ্রমের ফল পাবেন। যে কাজ করার ইচ্ছা ছিল তা সম্পন্ন হবে। হনুমানজী এবং শনি দেব উভয়েরই কৃপা লাভ করবেন। জীবনে শীঘ্রই একটি ভাল পরিবর্তন আসতে পারে। সহকর্মীদের সাহায্যে উন্নতির পথ সহজ হবে।
7/8

কর্কট রাশি - কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ ফল আনবে। দুঃখ কমবে। পরিবার এবং বাবা-মায়ের পুরো সহযোগিতা পাওয়া যাবে। কর্কট রাশির জাতক-জাতিকারা সৃজনশীল কাজে অপার সাফল্য পেতে পারেন। জীবনে সুখ-সমৃদ্ধি আসবে।
8/8

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Published at : 27 May 2025 11:32 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















