এক্সপ্লোর
Shani Jayanti : আজ শনি জয়ন্তীতে ‘মহাসংযোগ' ! বেতনবৃদ্ধি থেকে পদোন্নতি, মোটা হবে পার্স, ৩ রাশির দারুণ সুসময়
shani jayanti 2025 : এই বছর শনি জয়ন্তী ২৭ মে, মঙ্গলবার । এর সঙ্গে তৈরি হয়েছে ভৌমবতী অমাবস্যার সংযোগ । সঙ্গে তৃতীয় বড় মঙ্গলও রয়েছে।
আজ শনি জয়ন্তীতে ‘মহাসংযোগ'
1/8

আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই বছরের শনি জয়ন্তীর দিনটি অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হচ্ছে। বিশ্বাস করা হয় যে, শনি জয়ন্তীতে যারা বিধি মেনে শনি দেবের পুজো করে তাদের সব কাজ সুন্দরভাবে হয় এবং শুভ ফল প্রাপ্তি হয়।
2/8

শনি জয়ন্তীতে যে বিরল সংযোগ তৈরি হয়েছে, তা থেকে কোনও কোনও রাশি উপকৃত হবেন। পাবেন চাকরি, টাকাপয়সা, পারিবারিক সুখ। শনি জয়ন্তী প্রতি বছর জ্যৈষ্ঠ অমাবস্যায় পালিত হয়।
Published at : 27 May 2025 11:32 AM (IST)
আরও দেখুন






















