এক্সপ্লোর
Shani Sawan Astrology : ৩০ বছর পর শাওনে শনির কেন্দ্রীয় ত্রিকোণ রাজযোগ, ২ রাশির জাতকদের তুলবেন শিখরে
জ্যোতিষী অনীশ ব্যাসের মতে, যখন শনি মীন রাশিতে বিপরীতমুখী হয়, তখন একটি শক্তিশালী এবং বিরল যোগ তৈরি হয়, যাকে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ বলা হয়।
৩০ বছর পর শাওনে শনির কেন্দ্রীয় ত্রিকোণ রাজযোগ
1/8

জ্যোতিষ শাস্ত্রে শনিদেবকে ন্যায়ের প্রতীক এবং কর্মের ফলদাতা বলা হয়, কারণ শনি মানুষকে তাদের কর্ম অনুসারে ফল দেন। শনির গতি অন্যান্য গ্রহের তুলনায় ধীর। এক রাশি থেকে অন্য রাশিতে যেতে শনিদেবের প্রায় আড়াই বছর সময় লাগে।
2/8

শনির একটি নির্দিষ্ট রাশিতে ৩০ বছর অন্তর আসে। বর্তমানে, শনি মীন রাশিতে রয়েছে। ১৩ জুলাই মীন রাশিতেই প্রতিগামী হবে শনি। ১৩৮ দিন ধরে শনি প্রতিগামী থাকবে। প্রতিগামী অবস্থায়, শনির বিভিন্ন রাশির উপর বিভিন্ন প্রভাব থাকবে।
Published at : 12 Jul 2025 01:29 PM (IST)
আরও দেখুন






















