এক্সপ্লোর
Shani Astrology : মীন রাশিতেই বক্রী হবে শনি, ৪ মাস ধরে ৪ রাশিকে দেবেন চূড়ান্ত চ্যালেঞ্জ, কারা তালিকায়?
অনেকে এই ভ্রান্ত ধারণা পোষণ করেন যে, শনিদেবের কাছ থেকে শুধুই যাতনা মেলে। শনিদেবের কৃপা কাউকে শিখরে তুলতে পারে, আবার পথেও বসাতে পারে।
মীন রাশিতেই বক্রী হবে শনি
1/9

জ্যোতিষশাস্ত্রে শনির একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। শনির গতি জীবনের বিভিন্ন দিকের পরিবর্তন নিয়ে আসে। শনি ব্যক্তির কর্ম অনুসারে ভালো এবং খারাপ উভয় ফলই দেন।
2/9

অনেকে এই ভ্রান্ত ধারণা পোষণ করেন যে, শনিদেবের কাছ থেকে শুধুই যাতনা মেলে। শনিদেবের কৃপা কাউকে শিখরে তুলতে পারে, আবার পথেও বসাতে পারে।
Published at : 19 May 2025 04:17 PM (IST)
আরও দেখুন






















