এক্সপ্লোর
Trigrahi Yog 2024: বুধ-সূর্য-শনির মিলন, ত্রিগ্রহী যোগে ৩ রাশির ভাগ্যে অর্থের বান, সুখের জোয়ার
Trigrahi Shani Yog: কুম্ভ রাশিতে বুধ, সূর্য ও শনির মিলনের কারণে ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে।
একটি রাশিচক্রে তিনটি গ্রহ একত্রিত হলে এই যোগ গঠিত হয়
1/6

জ্যোতিষশাস্ত্রে গ্রহের সংযোগের বিশেষ গুরুত্ব রয়েছে। তিনটি গ্রহের মিলনকে জ্যোতিষশাস্ত্রে ত্রিগ্রহী যোগ বলা হয়। একটি রাশিচক্রে তিনটি গ্রহ একত্রিত হলে এই যোগ গঠিত হয়। বর্তমানে কুম্ভ রাশিতে ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে।
2/6

২০ ফেব্রুয়ারি সকালে, বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। সূর্য ও শনিদেব আগে থেকেই এখানে উপস্থিত। এমন পরিস্থিতিতে কুম্ভ রাশিতে বুধ, সূর্য ও শনির মিলনের কারণে ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে।
Published at : 20 Feb 2024 02:06 PM (IST)
আরও দেখুন






















