এক্সপ্লোর
Weekly Astrology : কেমন থাকবে শরীর-মন ? দেখে নিন সাপ্তাহিক রাশিফলে
ফাইল ছবি
1/12

মেষ : এসপ্তাহে আর্থিকভাবে লাভবান হতে পারেন। হাতে টাকা আসতে পারে। পারিবারিক জীবনে কিছু চ্যালেঞ্জ আসবে। কথা বলার আগে একটু ভেবে নিন। যাতে আপনার কথায় পরিবারের সদস্যরা আঘাত না পান। যাঁরা সিঙ্গল রয়েছেন. তাঁদের পক্ষে বিয়ের জন্য ভাল সময়। পেশাগত ক্ষেত্রে, সিনিয়রদের সঙ্গে কিছু মতপার্থক্য হতে পারে। অন্যদিকে, পেশাগতভাবে আপনি নতুন সুযোগও পাবেন। এই সময়টা ছাত্রদের অনুকূলে থাকবে। প্রত্যাশার থেকে ভাল ফল করবে তারা। ছোটখাট বিষয়ে মানসকিভাবে চাপে থাকতে পারেন। তাই নিজের যত্ন নিন। দেখবেন গলায় ইনফেকশন যেন না হয়।
2/12

বৃষ : এই সপ্তাহে আপনার ভরপুর শক্তি থাকবে। যদি ইগো সামনে না চলে আসে, তাহলে কঠিন সমস্যারও খুব সহজেই সমাধান করে ফেলবেন। ওষুধপত্র এবং অপ্রত্যাশিত জিনিসের জন্য খরচ বাড়তে পারে। সমঝে কথা বলুন। যাতে আপনার অনমনীয় ব্যবহারে স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি না হয়। এই জাতকের যাঁরা কেরিয়ার নিয়ে চিন্তা করছেন, তাঁদের নিজেদের পজিশন ধরে রাখার জন্য আরও চেষ্টা করতে হবে। কারও কারও ভবিষ্যৎ উজ্জ্বল, আবার কেউ কেউ নতুন কাজের সুযোগ পাবেন। যাঁরা ব্যবসায় রয়েছেন, তাঁদের লাভ হবে। পেট, চোখ বা হার্ট সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন।
Published at : 16 May 2021 04:37 PM (IST)
আরও দেখুন






















